For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইলিগ ২০১৮-১৯: ডিকা তুললেন পাল! তরতরিয়ে সবুজ মেরুণ নৌকা প্রায় ছুঁয়ে ফেলল মশালবাহিনীকে

কটকে আইলিগ ২০১৮-১৯-এর মোহনবাগান বনাম ইন্ডিয়ান অ্যারোজ ম্য়াচের প্রতিবেদন।

  • |
Google Oneindia Bengali News

আইলিগ ২০১৮-১৯ মরসুমে তৃতীয় ম্যচে এসে অবশেষে জয়ের মুখ দেখল সবুজ মেরুন। শনিবার কটকের বরাবটি স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যারোজের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। দিপান্দা ডিকার পা ও মাথা থেকে প্রথমার্ধেই এল দু-দুটি গোল (৩০', ৪৫ + ১')। যার সৌজন্যে অ্যারোজকে ২-০ গোলে হারিয়ে মরসুমে প্রথম ৩ পয়েন্ট ঘরে তুলল শঙ্করলাল চক্রবর্তীর ছেলেরা।

ডিকা তুললেন পাল! তরতরিয়ে এগোচ্ছে সবুজ মেরুণ নৌকা

প্রথম থেকেই ম্যাচে প্রাধান্য নিয়ে শুরু করেছিল সবুজ মেরুন। আর অনেক বেশি ব্যবধানে জিততে পারত মোহনবাগান। কিন্তু অ্যাটাকিং থার্ডের ধারাবাহিকতার অভাবে তা হয়নি।

এদিনও সনিকে প্রথম দলে রাখেননি বাগান কোচ শঙ্করলাল। ম্য়াচের দ্বিতীয় মিনিট থেকেই একের পর এক গোল মিস করেছেন ডিকা-কিসেকারা। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথায় এই জুটির বোঝাপড়াতেই আসে মোহনবাগানের প্রথম গোল।

মরসুমের শুরু থেকে তাঁদের বোঝাপড়ায় একের পর এক ম্যাচে গোল পেয়েছএ মোহনবাগান। এদিন কটকের মাঠেও ঠিক সেই দৃশ্যই দেখা গেল । অ্যারোজের রক্ষণভাগের দুই ফুটবলারকে কাটিয়ে ডিকার জন্য বক্সের মধ্যে একেবারে নিখুঁত লো ক্রস বাড়িয়েছিলেন কিসেকা। তাতে মাথা ছুঁইয়ে এইবারের আই লিগে তাঁর প্রথম গোলটি করে যান এই ক্যামেরুনের স্ট্রাইকার।

বিরতির ঠিক আগে মোহনবাগানের দ্বিতীয় গোলটি আসে পেনাল্টি থেকে। এর পিছনে রয়েছেন বাগানের কলকাতা লিগের আবিষ্কার পিন্টু মাহাতো। তাঁর গোলমুখি শট অ্যারোজের বক্সের মধ্য়ে হাতে লাগে তাদের রক্ষণভাগের খেলোয়ার বরিস সিং-এর হাতে।

বিনা দ্বিধায় পেনাল্টি দেন রেফারি। গোলের বাঁদিকে বলটি রেখেছিলেন দিপান্ডা ডিকা। এই গোলেই মোহনবাগানের এবারের আইলিগের প্রথম জয় নিশ্চিত হয়ে যায়।

দ্বিতীয়ার্ধে বলের দখল অনেক বেশি রাখলেও মোহনবাগান আর গোস করতে পারেনি। কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়েছিল তাদের খেলা। এর মধ্যেও কিছু সুযোগ এসেছিল। ৬৭ মিনিটে ৬ গজের বক্সের ভিতর থেকে বলে মাথা ছোঁয়ালেও ফেডারেশনের দলের গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি।

ম্য়াচের শেষএর দিকে পরিব্ত হিসেবে সোনি নর্ডেকে নামানো হলেও তিনিও আজ কোনও জাদু দেখাতে পারেননি।

এই জয়ের ফলে মোহনবাগান লিগ টেবিলে অনেকটা উঠে লাল-হলুদ শিবিরের প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলার জায়গায় পৌঁছে গেল। এই মুহূর্তে মেরিনার্সরা আছে তিন নম্বরে। ১ ম্যাচ কম খেলে ১ পয়েন্ট বেশি লিয়ে ইস্টবেঙ্গল আপাতত দুইতে। মোহনবাগানের পরের খেলা ২০ নভেম্বর শ্রীনগরে রিয়াল কাশ্মীরের সঙ্গে।

English summary
Match report of the I-League 2018-19 match between Mohun Bagan vs Indian Arrows in Cuttack.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X