For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই-লিগ ২০১৮-১৯: মরণ-বাঁচন ম্যাচের আগে লাল-হলুদে ষষ্ঠ বিদেশী, গোকুলাম খেল বড় ধাক্কা

ইস্টবেঙ্গল বনাম গোকুলাম এফসি, আইলিগ ২০১৮-১৯-এর ম্যাচের প্রিভিউ।
 

Google Oneindia Bengali News

শনিবার (৮ ডিসেম্বর), কলকাতার যুবভারতী স্টেডিয়ামে গোকুলাম এফসির মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। বলাই বাহুল্য পরপর ৩ ম্য়াচে হেরে দারুণ চাপে আছে লাল-হলুদ শিবির। আই লিগের ইতিহাসে এখনও পর্যন্ত এত খারাপ শুরু কখনও করেনি করকাতার এই বড় ক্লাব। ৫ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ৬ পয়েন্ট। লিগ শীর্ষে শুরু করে এখন তারা রয়েছে ৮ নম্বরে।

অপরদিকে খারপ শুরু করেও শেষ তিন ম্য়াচে দারুণভাবে লিগের লড়াইতে ফিরে এসেছে কেরলের দল গোকুলাম এফসি। গত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে তারা একটি ম্যাচ ড্র করেছে। ধীরে ধীরে তারা কিন্তু লুগ টেবিলে উঠতে শুরু করেছে। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তারা আপাতত লিগ টেবিলের ৫ নম্বরে রয়েছে। গোল পার্থক্যে এগিয়ে আছে মোহনবাগানের থেকে।

আগোন্ডা বিচ

আগোন্ডা বিচ

গোয়ার পালোলেম সৈকতের কাছেই এই আগোন্ডা সৈকতটি অবস্থিত। ধীর-স্থির এই সৈকতে পর্যটকদের অতটা আনাগোনা নেই। নিশ্চিন্তে নিরিবলিতে সময় কাটানোর পক্ষে একেবারে আদর্শ জায়গা।

ইস্টবেঙ্গল দলের খবর

ইস্টবেঙ্গল দলের খবর

এই মরসুমে মাঝমাঠই যে ইস্টবেঙ্গলের সমস্যা তা কোনও গোপন বিষয় নয়। ৫ ম্য়াচে মোট ৮ জনে মাঝমাঠে খেলিয়েছেন মেনেন্দেজ। কিন্তু এখনও যুতসই কম্বিনেশন খুঁজে পাননি স্প্যানিশ কোচ।

গোকুলাম ম্য়াচ লাল-হলুদের কাছে মরণ-বাঁচনের ম্যাচ। এই ম্যাচে প্রথম দলে আলেহান্দ্রো মেনেন্দেজ বেশ কয়েকটি পরিবর্তন করবেন বলে মনে করা হচ্ছে। রক্ষণের খেলোয়াড় কমলপ্রিতকে সেন্ট্রাল মিডফিল্ড থেক তুলে সম্ভবত তার জায়গায় খেলানো হবে লালরিনডিকা রালতেকে।

এই ম্যাচে রক্ষণে না খেলানো হতে পারে কোস্টারিকান বিশ্বকাপার জনি অ্যাকোস্টাকে। মিনার্বা ম্য়াচের পর অত কম ব্যবধানে পরের ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে সোনা যাচ্ছে খেলানো হবে জাতীয় দলে সুযোগ পাওয়া সালাম রঞ্জন সিংকে।

তবে ক্লাব ও লাল-হলুদ জনতার পক্ষে আশার খবর ক্লাবের ষষ্ঠ বিদেশী স্য়ান্টোস কোলাডো কলকাতায় এসে পৌঁছেছেন। বুধবার থেকে তিনি দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। তবে গোকুলাম ম্যাচেই তাঁকে নামানোর ফাটকা মনে হয় মেনেন্দেজ খেলবেন না।

মারারি বিচ

মারারি বিচ

কেরলের আলাপ্পুঝা জেলায় অবস্থিত এই সৈকতটি অবসর কাটানোর জন্য একেবারে আদর্শ। দিন কয়েকের ছুটিতে এখানে কয়েকদিন কাটিয়ে এলে মন একেবারে তাজা হয়ে ফিরতে পারবেন।

গোকুলাম এফসি দলের খবর

গোকুলাম এফসি দলের খবর

কেরলের দলটিতে কিন্তু অভিজ্ঞ ভারতীয় কোচ বিনো জর্জের অধীনে তাদের তরুণ ভারতীয় ফুটবলাররা খুবই ভাল খেলছেন। রাজেশ এস, অর্জুন জয়রাজ বা গানি আহমেদ নিগমরা ইতিমধ্যেই আই লিগে ছাপ রাখতে শুরু করেছেন।

তবে ইস্টবেঙ্গল ম্যাচের ঠিক আগেই বড় ধাক্কা খেয়েছে কেরলের ক্লাবটি। দলবদলের সময় আইএসএল-এর ক্লাব কেরল ব্লাস্টার্সের প্রাক্তন স্ট্রাইকার আন্তোনিও জার্মানকে তুলে নিয়ে বেশ হইচই ফেলে দিয়েছিল তারা। কিন্তু গত বুধবারই জার্মান 'ব্য়ক্তিগত কারণ' দেখিয়ে ক্লাব ছেড়েছেন।

ফলে ইস্টবেঙ্গল ম্য়াচের আগে বিনো জর্জকেও নতুন করে দল গোছাতে হচ্ছে।

কোভেলং বিচ

কোভেলং বিচ

তামিলনাড়ুর একেবারে উপকূলে এই সমুদ্র সৈকতটি অবস্থিত। অপূর্ব সুন্দর এই সৈকতটি মাছ ধরার জন্যও বিখ্যাত। বহুদূর পর্যন্ত বিস্তৃত এই সৈকতে এখনও বেশি মানুষ ভিড় জমান না। নবদম্পতিদের জন্য একেবারে আদর্শ।

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

শেষ দুই সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

গত বছরই আইলিগে দুটি সাক্ষাতে দুই দলই একটি করে ম্যাচ জিতেছে। তবে দুই দলের খেলায় রেশারেশির অভাব ছিল না। দুই ম্য়াচ মিলিয়ে ইস্টবেঙ্গল ১টি ও গোকুলামের দুই ফুটবলার লাল কার্ড দেখেছিলেন।

২৭/১২/২০১৭: ইস্টবেঙ্গল ১-০ গোকুলাম এফসি
১৭/০২/২০১৮: গোকুলাম এফসি ২-১ ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গল - হার, হার, হার, জয়, জয়,
গোকুলাম এফসি - ড্র, জয়, জয়, হার, ড্র

চাঁদিপুর বিচ

চাঁদিপুর বিচ

ওড়িশার এই সমুদ্র সৈকতটি যথেষ্ট পরিচিত। তবে একইসঙ্গে এর প্রাকৃতিক সৌন্দর্যও অতুলনীয়। দিনে দু'বার জোয়ারের জলে সমুদ্র সৈকত পুরো উধাও হয়ে যায়। ফের ভাটা হলে তা নেমে যায়। এই সৈকত লাল কাঁকড়ার দলের বসত।

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ

ইস্টবেঙ্গল (৫-৩-২): রক্ষিত দাগার (গোলরক্ষক), লালরাম চুলোভা, সালাম রঞ্জ সিং, বোরহা গোমেজ পেরেজ, মনোজ মহাম্মদ, ইয়ামি লংভা, কাশিম আইদারা, লালরিনডিকা রালতে, ব্র্যান্ডন ভানলালারেমডিকা, এনরিকে এস্কেদা, জবি জাস্টিন

তারকা - এনরিকে এস্কেদা, বোরহা গোমেজ পেরেজ

গোকুলাম এফসি (৪-৩-৩): শিবিনরাজ কুন্নিয়িল (গোলরক্ষক), অভিষেক দাস, ড্যানিয়েল অ্যাডো, ফাব্রিসিও ওর্তিজ, দীপক কে, মহম্মদ রশিদ, গিলহের্মে বাটাটা, রাজেশ এস, মুসা মুদ্দে, অর্জুন জয়রাজ, ক্রিশ্চিয়ান সাবাহ

তারকা - ড্যানিয়েল অ্যাডো, গিলহের্মে বাটাটা, অর্জুন জয়রাজ,

বকখালি বিচ

বকখালি বিচ

পশ্চিমবঙ্গের বকখালির সমুদ্র সৈকত এককথায় অনন্য। মূলত এখনও দিঘা ও শঙ্করপুরের সৈকতেই মানুষ বেশি ভিড় করেন। তাই এখানের বিচটি অপেক্ষাকৃত কম পরিচিতই হয়ে রয়েছে। আর রাজ্যের বাইরের পর্যটকদের কাছে তো নামটিও এখনও অজানা। নবদম্পতিদের জন্য একেবারে আদর্শ জায়গা।

কখন কোথায় দেখবেন?

কখন কোথায় দেখবেন?

ইস্টবেঙ্গল বনাম মিনার্ভা পঞ্জাব

তারিখ- শুক্রবার, ৭ ডিসেম্বর
সময় - বিকাল ৫টা
সরাসরি সম্প্রচার - স্টার স্পোর্টস ৩
লাইভ স্ট্রিমিং - হটস্টার ও জিও টিভি॥

দক্ষিণ ভারতের দলটি কি ইস্টবেঙ্গলের দুর্দশা আরও বাড়াবে, নাকি দেওয়ালে পিঠ ঠেকা লাল-হলুদ খোঁচা খাওয়া বাঘের মতো ফিরে আসবে লিগের লডা়ইতে, সেটাই এখন দেখার।

English summary
Preview of the I-League 2018-19 match between East Bengal and Gokulam Kerala FC. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X