For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাউলো দিবালা ও তাঁর বান্ধবীর শরীরে করোনা, আক্রান্ত লেজেন্ড পাওলো মালদিনি ও পুত্র

পাউলো দিবালা ও তাঁর বান্ধবীর শরীরে করোনা, আক্রান্ত লেজেন্ড পাওলো মালদিনি ও পুত্র

  • |
Google Oneindia Bengali News

জুভেন্তাস তথা আর্জেন্তিনার তারকা ফরোয়ার্ড পাউলো দিবালা ও তাঁর বান্ধবী ওরিয়ানার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। ইতালি ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড পাওলো মালদিনি ও তাঁর পুত্রের শরীরেও মিলেছে মারণ ভাইরাস। সবমিলিয়ে ইতালিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলায় পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে সে দেশের সরকার।

মারণ করোনা

মারণ করোনা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বে্র ১৮৮টি দেশে প্রভাব পড়েছে করোনার। বিশ্বব্যাপী ইতিমধ্যেই ১৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন লক্ষেরও বেশি মানুষ। ইতালিতে মারণ ভাইরাসের বলি হয়েছেন ৪৮২৫ জন। আক্রান্ত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি মানুষ।

বন্ধ সব ধরনের খেলা

বন্ধ সব ধরনের খেলা

সিরি এ লিগ খেলা বেশকিছু ক্রিকেটারের শরীরে করোনা ভাইরাস মেলায় ইতালির এই জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের অন্যান্য ক্রীড়া ইভেন্টও। তা সত্ত্বেও করোনার প্রভাব কমছে না সেদেশ। মারণ ভাইরাসে আক্রান্ত হয়েই চলেছেন রথি-মহারথিরা।

পাউলো দিবালা

পাউলো দিবালা

জুভেন্তাস ও আর্জেন্তিনার ফুটবল তারকা পাউলো দিবালার শরীরে মারণ ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্ত হয়েছেন তাঁর বান্ধবী ওরিয়ানাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজেই একথা ঘোষণা করেছেন ওই ফরোয়ার্ড। তবে সেলফ আইসোলেশনে তাঁরা ভালো আছেন বলেও জানিয়েছেন দিবালা।

আক্রান্ত মালদিনি

আক্রান্ত মালদিনি

ইতালি ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা এসি মিলানের লেজেন্ড পাওলো মালদিনির শরীরে করোনা ভাইরাস মিলেছে বলে খবর। তাঁর ১৮ বছরের পুত্র ড্যানিয়েলের শরীরেও সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়েছে। পাওলো মালদিনিকে ইতালির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার বলে গণ্য করা হয়। জাতীয় দলের হয়ে ১২৬টি ম্যাচে ৭টি গোলও করেছেন তিনি। এসি মিলানের হয়ে ২৫ বছর ফুটবল খেলা মালদিনির এই পরিণতিতে ফুটবল বিশ্বে আতঙ্ক।

English summary
Juventus and Argentina forward Dybala test positive of coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X