For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি-বেঞ্জেমাদের নিয়ে ফুটবল ফ্যানেদের খুশির খবর শোনালেন স্প্যানিশ প্রধানমন্ত্রী

করোনা কাটিয়ে দ্রুত মাঠে ফিরবে মেসিরা, আশায় স্প্যানিশ প্রধানমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগ কাটিয়ে জার্মানিতে মে মাসে শুরু হতে পারে ফুটবল, ফ্রান্সে বাতিল হয়েছে লিগ! জুনে প্রিমিয়র লিগ শুরুর প্রস্তাব, এর মাঝে লা-লিগায় মেসি-সুয়ারেজদের কবে বল পায়ে কবে দেখা যাবে সেই নিয়ে প্রশ্ন বাড়ছিল। এবার স্পেনের প্রধানমন্ত্রীর সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির।

স্পেনে করোনা পরিস্থিতি

স্পেনে করোনা পরিস্থিতি

গত ১৪ মার্চ, স্পেনে নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে সতর্কবার্তা জারি হয়। বিশ্বে করোনা সংক্রমণের মধ্যে স্পেন দ্বিতীয় স্থানে রয়েছে। স্পেনে ২ লক্ষ ৩৬ হাজারের বেশি নাগরিক সংক্রমিত হয়েছেন। মৃত্যু প্রায় ২৫ হাজার।

শরীর চর্চার জন্য বাইরে বেরোনোয় অনুমতি

শরীর চর্চার জন্য বাইরে বেরোনোয় অনুমতি

৪৯ দিনের লকডাউন শেষে স্পেনে এখন কড়াকড়ি শিথিল করা হয়েছে।শরীর চর্চার জন্য স্পেনের নাগরিকদের বাইরে বেরোনোতে এখন অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশ্বজুড়ে করোনা আতঙ্ক কিন্তু জারি রয়েছে। রবিবার পর্যন্ত বিশ্বে করোনা সংক্রমণে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বে সব মিলিয়ে ৩৫লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

মেসিরা কবে মাঠে ফিরতে পারবেন

মেসিরা কবে মাঠে ফিরতে পারবেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেস জানিয়েছেন, ' আমি ফুটবলের চেয়েও বাস্কেটবলের ফ্যান। কিন্তু করোনা পরবর্তী সময়ে ফুটবল দিয়েই দেশের খেলাধুলোর দুনিয়া শুরু হোক এমনটাই চাইছি। লিওনেল মেসি, করিম বেঞ্জেমার লা-লিগার অবশিষ্ট ম্যাচে কবে নামতে পারবেন, সেই নিয়ে দেশের ফুটবল ফেডারেশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এই নিয়ে লিগ কমিটি ও ফেডারেশন সিদ্ধান্ত নিক।'

ফুটবলাররা কবে থেকে প্রস্তুতি শুরু করতে পারবেন

ফুটবলাররা কবে থেকে প্রস্তুতি শুরু করতে পারবেন

প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ বলেছেন, '৪ মে থেকে পেশাদার ফুটবলাররা আলাদা আলাদাভাবে প্রথম দফায় অনুশীলন শুরু করতে পারবেন। তবে অবশ্যই করোনা নিয়ে সতর্কতা মেনে মাঠে প্রস্তুতি সারতে হবে।' করোনা পরবর্তী সময়ে ফুটবল মাঠে বল গড়ালেও খেলোয়াড়দের নিয়ে কোনও ঝুঁকি নেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। ফুটবলারদের এখন ছোট ছোট দলে ভাগ হয়ে অনুশীলন করা বাধ্যতামূলক। এছাড়া দেশে করোনার রেড জোন অঞ্চলে কোনও প্রস্তুতি হবে না। বিশেষ কিছু অঞ্চলে অনুশীলন করতে হলে সরকারের থেকে অনুমতি নিতে হবে বলে প্রশাসন জানিয়েছে।

English summary
League, federation will decide future of La Liga returns, says Spain Pm
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X