For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগানের ঘরে আইলিগ, ইস্টবেঙ্গলকে কোন বার্তা দেশের সফলতম কোচের

মোহনবাগানের ঘরে আইলিগ, ইস্টবেঙ্গলকে কোন বার্তা দেশের সফলতম কোচের

  • |
Google Oneindia Bengali News

আইলিগ জয়ী মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়েছেন টুর্নামেন্টের সফলতম কোচ আর্মান্দো কোলাসো। করোনা ভাইরাসের জেরে ঘরবন্দি অবস্থাতে অনলাইন কোচিং ক্লাস চালানোর পাশাপাশি ইস্টবেঙ্গলকেও দুর্দান্ত বার্তা দিয়েছেন দলের প্রাক্তন কোচ। জেনে নিন কী বললেন কোলাসো।

আইলিগ জয়ী মোহনবাগান

আইলিগ জয়ী মোহনবাগান

২৮ ম্যাচ নাকি থাকতেই আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। করোনা ভাইরাসের জেরে বাতিল হয়ে যাওয়া লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। যদিও চির-প্রতিদ্বন্দ্বী সবুজ-মেরুণের থেকে ১৬ পয়েন্ট পিছিয়ে রয়েছে লাল-হলুদ।

মোহনবাগানকে শুভেচ্ছা

মোহনবাগানকে শুভেচ্ছা

আই লিগে যাকে বলে দাপুটে জয় পেয়েছে মোহনবাগান। এমন জয় সুদূর অতীতে দেখেনি দেশের ফুটবল মহল। এহেন পারফরম্যান্সের জন্য মোহনবাগানের কোচ, ফুটবলার এবং কর্তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন দুই বারের জাতীয় লিগ ও তিন বারের আই লিগ জয়ী ফুটবল প্রশিক্ষক আর্মান্দো কোলাসো। বলেছেন, যোগ্য দল হিসেবে আই লিগ খেতাব জিতেছে সবুজ-মেরুণ।

ইস্টবেঙ্গলকে বার্তা

ইস্টবেঙ্গলকে বার্তা

বেশ কয়েক মরশুম আগে ইস্টবেঙ্গলকে কোচিং করিয়েছেন গোয়ানিজ আর্মান্দো কোলাসো। সেই অভিজ্ঞতা এবং সমর্থকদের কাছ থেকে পাওয়া বিপুল ভালোবাসা তিনি কোনওদিনও ভুলবেন না বলে জানিয়েছেন কোলাসো। এই দুঃসময়ে লাল-হলুদ সমর্থকদের হতাশ হতে বারণ করেছেন তিনি।

অনলাইন ক্লাস

অনলাইন ক্লাস

লকডাউনে ফুটবল বন্ধ থাকলেও নিজের কাজ করে চলেছেন আর্মান্দো কোলাসো। জানিয়েছেন, তিনি সেশা অ্যাকাডেমির টেকনিক্যাল ডিরেক্টর। সেই অ্যাকাডেমির ফুটবলারদের সঙ্গে তিনি নিয়মিত অনলাইন কিংবা ফোনে কথা বলে চলেছেন বলে জানিয়েছেন কোলাসো। ঘরবন্দি অবস্থায় ফিটনেস ধরে রাখতে নানা ধরনের ট্রেনিং করার পরামর্শ দিচ্ছেন গোয়ানিজ কোচ।

করোনা আতঙ্কে সুখবর! ভ্লাদিমির পুতিনের দেশে সরকারি শিলমোহর পেল ক্রিকেটকরোনা আতঙ্কে সুখবর! ভ্লাদিমির পুতিনের দেশে সরকারি শিলমোহর পেল ক্রিকেট

English summary
Legend Armando Colaco leaves message for the East Bengal fans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X