For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পিকে, অবস্থা আপাতত স্থিতিশীল

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পিকে, অবস্থা আপাতত স্থিতীশীল

  • |
Google Oneindia Bengali News

অসুস্থ হতে হাসপাতালে ভর্তি প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়৷ এদিন বাইপাসের ধারে এক হাসপাতালে পিকে বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করা হয়েছে। ভারতীয় কিংবদন্তি প্রাক্তন ফুটবলারের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিংবদন্তি পিকে বন্দ্যোপাধ্যায়ের বয়স ৮৩ বছর।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পিকে, অবস্থা আপাতত স্থিতীশীল

বার্ধক্যজনিত কারণে প্রবীণ ফুটবলার দীর্ঘদিন ধরে স্নায়ুর বিভিন্ন সমস্যায় ভুগছেন। এদিন নিজের সল্টলেকের বাড়িতে স্নায়ুর রোগের কারণে অসুস্থতা আরও বাড়ে। তড়িঘড়ি দুপুরে তাঁকে বাইপাস সংলগ্ন বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। স্নায়ু বিশেষজ্ঞ সুনন্দন বসুর অধীনে তিনি ভর্তি রয়েছেন।

দেশের জার্সিতে পিকে বন্দ্যোপাধ্যায় দারুণ ফুটবলার ছিলেন। দেশের হয়ে ১৯৫৫ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ফুটবল খেলেছেন। ৪৫ ম্যাচ খেলে জাতীয় দলের হয়ে পিকে বন্দ্যোপাধ্যায় ১৪টি গোল করেছিলেন। কেরিয়ারে বড় ক্লাবের হয়ে তাঁর অবশ্য খেলা হয়নি।

১৯৫৬ সালের মেলবোর্ন অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন পিকে। ১৯৬০ সালের রোম অলিম্পিক্সে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর গোলেই সমতা ফিরিয়েছিল ভারত। ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬ সালের এশিয়ান গেমসে ভারতের জার্সি পরে খেলেছিলেন পিকে।১৯৬২ সালের জার্কার্তা এশিয়ান গেমসে ভারত সোনা জিতেছিলেন।

বয়স ৮৩ পার করলেও এখনও ময়দানে ভোকাল টনিক শুনলে পিকে বন্দ্যোপাধ্যায়ের নাম প্রথমে আসে।

English summary
legend footballer pk banerjee admitted to hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X