For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলোথুঙ্গানকে সম্মান জানাতে নয়া সিদ্ধান্ত মহামেডানের

মাত্র ৩৯ বছর বয়সে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র কালিয়া কুলোথুঙ্গান। নিজের ফুটবল কেরিয়ারে ইস্টবেঙ্গলর জার্সিতে বেশি সাফল্য পেলেও মহামেডানের হয়ে তিনটি মরসুম খেলেছিলেন কালিয়া।

Google Oneindia Bengali News

মাত্র ৩৯ বছর বয়সে চলে গিয়েছেন ভারতীয় ফুটবলের অন্যতম নক্ষত্র কালিয়া কুলোথুঙ্গান। ইস্টবেঙ্গলের জার্সিতে আশিয়ান কাপ জেতার পাশাপাশি, পর পর দু'বার ন্যাশনাল লিগও জেতেন তিনি। জিতেছেন ফেডারেশন কাপও।

কুলোথুঙ্গানকে সম্মান জানাতে নয়া সিদ্ধান্ত মহামেডানের

তবে, লাল-হলুদের জার্সিতে সাফল্য পাওয়া কালিয়া খেলেছেন মহামেডানের হয়েও। ইস্টবেঙ্গলের মতো সাফল্য না পেলেও মহামেডানের হয়ে দৃষ্টি নন্দন ফুটবল খেলেছেন তিনি। ২০০৪ থেকে ২০০৭ পর্যন্ত সাদা-কালো জার্সিতে খেলে ছিলেন কালিয়া। ব্ল্যাক প্যান্থার্সের হয়ে জিতেছিলেন ইন্ডিপেন্ডেন্স কাপ।

কালিয়ার আকস্মিক প্রয়াণে তাঁকে সম্মান জানাতে তাই লাল সরণীর ক্লাবে মহামেডানের পতাকা অর্ধনমিত করে রাখার সিদ্ধান্ত নিল মহামেডান কর্তৃপক্ষ।

কালিয়া কুলোথুঙ্গানের মৃত্যুর খবর পেয়ে মহামেডানের বিলাল আহমেদ খান বলেন, 'এ রকম ভাবে কুলোথুঙ্গানের চলে যাওয়া আমাকে নাড়িয়ে দিয়ে গিয়েছে। এখনও আমি বিশ্বাস করতে পারছি না যে কুলো নেই। ওঁ আমাদের ছেড়ে চলে যেতে পারে, তবে ওঁকে কখনও ভারতীয় ফুটবল ভুলতে পারবে না।'

[আরও পড়ুন:পথ দুর্ঘটনায় মারা গেলেন আশিয়ান জয়ী ফুটবলার]

English summary
Mohammedan Sporting Club are in a state of mourning following the passing of former Black Panthers midfielder Kalia Kulothungan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X