For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অগস্টের প্রথম সপ্তাহেই মাঠে নামতে পারে তিন প্রধান, জেনে নিন কবে হচ্ছে মরসুমের প্রথম ডার্বি

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু করা সম্ভব হয়নি। তবে, অগস্টের প্রথম সপ্তাহেই তিন প্রধআনকে মাঠে নামিয়ে দিতে চাইছে আইএফএ।

Google Oneindia Bengali News

জুলাইয়ের শেষ সপ্তাহ থেকে কলকাতা লিগ শুরু হওয়ার কথা থাকলেও, গড়িয়ে গড়িয়ে সেই অগস্টেই গিয়ে ঠেকল কলকাতা লিগের ভাগ্য। অগস্টেই শুরু হবে কলকাতা লিগ। আইএফএ-দপ্তরে খোঁজ নিয়েল জানা গেল লিগ যাতে শুরু করে দেওয়া যায় তার সমস্ত ব্যবস্থাই করে ফেলেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা। কিন্তু পুলিশের থেকে সবুজ সঙ্কেত না পাওয়ার ফলেই এখনও লিগ শুরু করতে পারেনি আইএফএ।

অগস্টের প্রথম সম্তাহেই মাঠে নামতে পারে তিন প্রধান, জেনে নিন কবে হচ্ছে মরসুমের প্রথম ডার্বি

তবে, অগস্টের প্রথম সপ্তাহেই তিন প্রধআনকে মাঠে নামিয়ে দিতে চাইছে আইএফএ। সচিবের সঙ্গে কথা বলে যা জানা গেল তাতে ৩ অগস্ট ইস্টবেঙ্গলের ম্যাচ দিয়েই শুরু হবে বড় ক্লাবের খেলা। পরের দু'দিন নামবে মহামেডান স্পোটিং এবং মোহনবাগান।

প্রিমিয়ার লিগের সূচি ঠিক হয়ে গেলেও, সম্প্রচারকারী সংস্থার সঙ্গে পাকাপাকি ভাবে এখনও চুক্তি না হওয়ার ফলে, তা প্রকাশ করতে পারছে না সুতারকিনের দফতর।

এদিন আইএফএ সচিব বলেন, 'লিগের সূচি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছি আমরা। মাঠের বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই সেই সূচি প্রকাশ করা হবে।'

[আরও পড়ুন:খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক][আরও পড়ুন:খুন হলেন আর্জেন্তিনার তরুণ গোলরক্ষক]

গতকাল রাতেই মাঠ পরিদর্শনের চিঠি পৌঁছেছে তিন প্রধানে। ২৫ জুলাই পি ডাব্লিউ ডি, পুলিশ এবং ক্রীড়া দফতর করে তিন প্রধানের মাঠ। মাঠ দেখে তারা যদি সন্তুষ্ট হন তাহলে কলকাতা ফুটবলে প্রথমবারের জন্য নিজেদের ঘরের মাঠে ফ্লাডলাইতে লিগের ম্যাচ খেলবে তিন প্রধান। অগস্টের শেষের দিকেই হতে পারে মরসুমেপ প্রথম ডার্বি।

[আরও পড়ুন:ফুটবলে ফের নয়া ড্র এশিয়ান গেমসে, কতটা রয়েছে ভারতের সম্ভবনা, জেনে নিন][আরও পড়ুন:ফুটবলে ফের নয়া ড্র এশিয়ান গেমসে, কতটা রয়েছে ভারতের সম্ভবনা, জেনে নিন]

English summary
IFA wants to start Calcutta League from the first week of August.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X