For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রিমিয়ার লিগের ক্লাবগুলির অনুশীলনে ফেরার আগেই ব্রিটিশ ফুটবলমহলে দুঃসংবাদ

প্রিমিয়ার লিগের ক্লাবগুলির অনুশীলনে ফেরার আগেই ব্রিটিশ ফুটবলমহলে দুঃসংবাদ

  • |
Google Oneindia Bengali News

নতুন করে করোনা ধাক্কায় পিছিয়ে গিয়েছে সিরি এ লিগ। এবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলির অনুশীলনে ফেরার আগে ব্রিটিশ ফুটবলমহলে দুঃসংবাদ।

করোনা পরবর্তী সময়ে ফুটবলে ঢাকে কাঠি

করোনা পরবর্তী সময়ে ফুটবলে ঢাকে কাঠি

করোনা পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার কে লিগ দিয়ে ফুটবলের দামামা বেজে যায়। এরপর জার্মানির বুন্দেসলিগা দিয়ে ইউরোপে ফুটবল ফিরেছে। ১৬ মে জার্মানির প্রথম ফুটবল ম্যাচ হয়। ক্রমে স্পেনের লা-লিগা, ইতালির সিরি এ লিগ ও ব্রিটিশ যুক্তরাষ্ট্রে প্রিয়িমার লিগ শুরুর দামামা বেজে গিয়েছিল।

ব্রিটিশ ফুটবলমহলে কোন দুঃসংবাদ

ব্রিটিশ ফুটবলমহলে কোন দুঃসংবাদ

ফুটবল ফেরার আগে ব্রিটিশ ফুটবলে দুঃসংবাদ। ইপিএল ক্লাবগুলির মোট ৬ জন ফুটবলার ও কোচিং স্টাফের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।

ব্রিটিশ ফুটবলে কত জনের করোনা পরীক্ষা

ব্রিটিশ ফুটবলে কত জনের করোনা পরীক্ষা

প্রিমিয়ার লিগের তরফে থেকে ছয় জনের মধ্যে করোনা ভাইরাস মিলিছে বলে জানানো হয়েছে। লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় বিভিন্ন ক্লাব মিলিয়ে মোট ৭৪৮ জন ফুটবলার ও কোচিং স্টাফের করোনা পরীক্ষা করা হয়েছিল। যাঁদের মধ্যে ৬ জনের নমুনা পজিটিভ এসেছে।

ওয়াটফোর্ড ক্লাবে তিন করোনা আক্রান্ত

ওয়াটফোর্ড ক্লাবে তিন করোনা আক্রান্ত

লিগ কর্তৃপক্ষ এও জানিয়েছে এই ৬ জন একই ক্লাবের নন। ওয়াটফোর্ড ক্লাবে তিনজনের করোনা রিপোর্ট পসিটিভ। আপাতত সংক্রামিত ৬ জনকে সেলফ আইসোলেশনে রাখা হবে।

প্রিয়িমার লিগ শুরু কবে

প্রিয়িমার লিগ শুরু কবে

জুন মাসে লিগ শুরু হবে বলে জানানো হলেও চূড়ান্ত দিনক্ষণ এখনও জানানো হয়নি।ইতিমধ্যে প্রিমিয়ার লিগ ক্লাবগুলিকে ব্যক্তিগত ট্রেনিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে । স্পেনে সোমবার থেকে গ্রুপ করে ফুটবল খেলা শুরু হয়েছে। এবার প্রিমিয়র লিগেও দ্রুত দলগত ট্রেনিং শুরু হবে বলে ইঙ্গিত রয়েছে।

কুলিং অফ থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে সচিব জয় শাহ, অপেক্ষায় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কুলিং অফ থেকে বাঁচতে সুপ্রিম কোর্টে সচিব জয় শাহ, অপেক্ষায় সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

English summary
Post Coronavirus Football: Premier League receives six positive tests from 3 clubs
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X