For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিশ্বকাপ ফুটবল' আয়োজন, তারই শাস্তি এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সরে যাওয়া , শুরু জোর জল্পনা

দু'দিন আগেই শেষ হয়েছিল অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। তারপরই নেমে এল নিদান। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

দু'দিন আগেই ভারতে শেষ হয়েছে অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের আসর। এআইএফএফের সমস্ত ব্যবস্থাপনায় দারুণ খুশি ফিফা। কিন্তু তারপরই নিদান নেমে এল এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের ওপর। দিল্লি হাইকোর্টের রায়ে বরখাস্ত হলেন তিনি।

 'বিশ্বকাপ ফুটবল' আয়োজন, তারই শাস্তি এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সরে যাওয়া , শুরু জোর জল্পনা

এই মুহূর্তে দায়িত্বে এলেন প্রাক্তন নির্বাচন প্রধান ওয়াইএম কুরেশি। সামনের পাঁচ মাসের মধ্যে এআইএফএফকে নির্বাচন আয়োজন করার নির্দেশ দিল দিল্লি কোর্ট। দিল্লি হাইকোর্টের রায় অবৈধভাবে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন প্রফুল প্যাটেল। কোর্টের পর্যবেক্ষণ জাতীয় ক্রীড়া কোড মেনে হয়নি প্রফুল প্যাটেলের নির্বাচন।

স্পোর্টস অ্যাকটিভিস্ট রাহুল মেহেরা-র দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে পদ হারালেন প্রফুল প্যাটেল। বিচারপতি এস রবীন্দ্র ভট এবং নাজমি ওয়াজারির বেঞ্চ প্রফুল প্যাটেলকে বরখাস্ত করে। গত ডিসেম্বরে সর্বসম্মতিক্রমে এআইএফএফ সভাপতি হয়েছিলেন প্রফুল প্যাটেল।

২০১২- পর ফের এই পদে গত ডিসেম্বরে নির্বাচিত হন প্রফুল প্যাটেল। এটা তাঁর তৃতীয় টার্ম ছিল। ২০০৮ সালে প্রিয়রঞ্জন দাশমুন্সী অসুস্থ হওয়ার পর তাঁকে কার্যনির্বাহী সভাপতি হিসেবে ভার গ্রহণ করেন। ২০০৯ সালে প্রথমবার নির্বাচিত হন প্রেসিডেন্ট হিসেবে।

 'বিশ্বকাপ ফুটবল' আয়োজন, তারই শাস্তি এআইএফএফ সভাপতি প্রফুল প্যাটেলের সরে যাওয়া , শুরু জোর জল্পনা

২০১৭ -বিশ্বকাপ সফলভাবে আয়োজন করার পর এবার অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করছে ভারত। এই অবস্থায় প্রফুল প্যাটেলের সরে যাওয়ায় উঠেছে গুঞ্জন। রাজনৈতিক মহলের প্রভাবেই কী এত দ্রুত পদ খোয়াতে হল প্রফুল প্যাটেলকে উঠছে প্রশ্ন।

English summary
Praful Patel has been removed from AIFF president post by Delhi High Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X