For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হল সুপার কাপের দিন ঘোষণা! কবে শুরু, কোথায় খেলা - জেনে নিন সবকিছু

১৫ মার্চ থেকে শুরু হবে সুপার কাপ ২০১৯-এর যোগ্যত অর্জনের খেলা। সব ম্যাচই হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

  • |
Google Oneindia Bengali News

আইএসএল ও আই লিগ - ভারতীয় ফুটবলের দুই প্রধান ফুটবল প্রতিযোগিতারই শেষ ল্যাপের দৌড় চলছে। মার্চের প্রথম সপ্তাহেই শেষ হবে দুই লিগই। তারমধ্যেই ঘোষণা করা হল, দুই লিগ মিলিয়ে হওয়া সুপার কাপের এই বছরের সুচী। যোগ্যতা অর্জন পর্বের খেলা শুরু হবে ১৫ মার্চ থেকে। সব কটি ম্যাচই খেলা হবে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে।

আইএসএল, আই লিগ-এর পরই সুপার কাপ

সুপার কাপের নিয়মাবলীতে কোনও পরিবর্তন হচ্ছে না। গত বছরের মতোই মোট ২০টি দল আইএসএল ও আইলিগ - দুই প্রতিযোগিতারই প্রথম ৬টি করে দল সরাসি এই কাপে খেলার সুযোগ পাবে। আইএসএল-এর টেবিলের শেষ ৪টি দল ও আইলিগের ৭ থেকে ১০ নম্বর দল নিজেদের মধ্যে যোগ্যতা অর্জনের ম্যাচ খেলবে।

১৫ মার্চ খেলা শুরু হয়ে চলবে ১৩ এপ্রিল তারিখ পর্যন্ত। মোট ৪টি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৬ মার্চ এই দুইদিনে। চুড়ান্ত প্রবের খেলা শুরু হবে ২৯ মার্চ থেকে। আর ফাইনাল ১৩ এপ্রিল।

গত বছর সুপার কাপের ফাইনালে মুকোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি ও ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রির জোড়া গোল ও মিকু ও রাহুল ভেকের গোলে ৪-১ ফলে জিতেছিল বেঙ্গালুরু।

English summary
Super Cup 2019 will begin with its qualifiers on March 15. All matches will be played at the Kalinga Stadium in Bhubaneshwar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X