For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংকটের মাঝে রোনাল্ডোদের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে?

করোনা সংকটের মাঝে রোনাল্ডোদের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে?

  • |
Google Oneindia Bengali News

করোনার ভয়াবহতা কাটিয়ে ইতালিতে ফিরছে ফুটবল। আজ সোমবার থেকে ইতালির ক্লাবগুলির ট্রেনিং গ্রাউন্ডে ফুটবলাররা ব্যক্তিগত প্রস্তুতি শুরু করতে পারবে বলে প্রশাসনের পক্ষ থেকে সবুজ-সংকেত দেওয়া হয়েছে। কিন্তু করোনা পরবর্তী পরিস্থিতিতে এখনই ফুটবল শুরু হলে রোনাল্ডোদের প্রাণ নিয়ে ঝুঁকি থাকবে মনে করেছেন ইতিলীয় ক্রীড়ামন্ত্রী।

কেন রোনাল্ডোদের প্রাণ নিয়ে ঝুঁকি

কেন রোনাল্ডোদের প্রাণ নিয়ে ঝুঁকি

করোনার কড়াল গ্রাসে বিশ্ব এখনও ধুঁকছে। সেখানে মাঠে নেমে ফুটবল শুরু হলে সংস্পর্শের কারণে ফুটবলাররা সংক্রমিত হতে পারেন। ফিফা ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফুটবল শুরু করার পক্ষে মত দিয়েছে। সেখানে ইতালিতে তাড়াহুড়ো করে ফুটবল শুরু হচ্ছে, দেশের ক্রীড়ামন্ত্রী ভিনসেনজো স্পাদাফোরা অবশ্য এমনটাই মনে করছেন।

দলগত প্রস্তুতি কবে থেকে শুরু

দলগত প্রস্তুতি কবে থেকে শুরু

আজ থেকে ফুটবলারদের ব্যক্তিগত প্রস্তুতি শুরু হলেও ১৮ মে থেকে সংঘবদ্ধভাবে ফুটবলাররা মাঠের প্রস্তুতিতে নেমে পড়তে পারবেন।

কবে থেকে সিরি এ লিগ স্থগিত

কবে থেকে সিরি এ লিগ স্থগিত

ইতালির সিরি এ লিগ ৯ মার্চ থেকে স্থগিত রয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে ইতালিতে করোনা ভয়ংকর রূপ নেয়। একসময় ইতালি প্রাণঘাতী ভাইরাসের এপিসেন্টারে পরিণত হয়েছিল। পরে এখন অবশ্য ইতালি করোনা সংকট কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে।

করোনা সংক্রমণে ইতালি এখন কোথায় দাঁড়িয়ে

করোনা সংক্রমণে ইতালি এখন কোথায় দাঁড়িয়ে

করোন সংক্রমণে বিশ্বে ইতালি তৃতীয় স্থানে রয়েছে। ইতালিতে ২ লক্ষ ১০ হাজার মানুষ আক্রান্ত। যার মধ্যে ২৮ হাজারের বেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। সেদেশে এখনও ১ লক্ষের বেশি করোনা সংক্রমিতের চিকিৎসা চলছে।

স্পেন ও জার্মানিতে কবে শুরু ফুটবল

স্পেন ও জার্মানিতে কবে শুরু ফুটবল

জার্মানি মে মাসে ফুটবল শুরু করার পক্ষে। অন্যদিকে স্পেন দেশের ফুটবল ফেডারেশন ও লা-লিগা কর্তৃপক্ষের উপর লিগ শুরুর সিদ্ধান্ত ছেড়ে দিতে চায়। অন্যদিকে জুন থেকে দেশে ফুটবল শুরুর পক্ষে ইংল্যান্ড। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রিমিয়র লিগ শুরু হতে পারে। ফ্রান্স করোনা ধাক্কার কারণে স্থগিতে লিগে বাকি ম্যাচ বাতিল করে পিএসজিকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে।

'সব সেহি হো জায়েগা', মালিক শাহরুখের গানের কথায় কেকেআর-র লকডাউন টোটকা'সব সেহি হো জায়েগা', মালিক শাহরুখের গানের কথায় কেকেআর-র লকডাউন টোটকা

English summary
training sessions starts in Italy,too early for season restarting says Italian sports minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X