For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সন্দেহের চরম পরিণতি! ৫ বছরের সন্তানকে খুন করলেন ফুটবলার বাবা

করোনা সন্দেহের চরম পরিণতি! ৫ বছরের সন্তানকে খুন করলেন ফুটবলার বাবা

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগে প্রতিদিন প্রাণ হারানোর খবরের মাঝে এ এক অন্য উদ্বেগ ও তার করুণ পরিণতির প্রকাশ্য এল। করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছে, শুধুমাত্র এই সন্দেহে রিপোর্ট পাওয়ার আগেই নিজের সন্তানকে শ্বাসরোধ করে মেরে ফেলেছেন তাঁর বাবা।

করোনা আতঙ্কে ছেলেকে প্রাণে মারলেন বাবা

করোনা আতঙ্কে ছেলেকে প্রাণে মারলেন বাবা

এমন ঘটনা তুরস্কের বুরসায়। ছেলের মধ্যে করোনা উপসর্গ থাকায় তাই হাসপাতালে ভর্তি হয়েছিল। কিন্তু চিকিৎসা শুরুর আগেই ছেলেকে প্রাণে মেরে ফেললেন বাবা।

সন্তানের বয়স মাত্র ৫!

সন্তানের বয়স মাত্র ৫!

করোনা সংক্রমিত আতঙ্কে, ৫ বছরের ছেলেকে শ্বাসরোধ করে খুনের এমন ঘটনাই তুরস্কের বুরসায় চাঞ্চল্য ছড়িয়েছে ৷ বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।

খুনি ব্যক্তি তুরস্কের ফুটবলার

খুনি ব্যক্তি তুরস্কের ফুটবলার

খুনি বাবা তুরস্কের প্রথম সারির লিগে খেলা এক ফুটবলার বলে জানা গিয়েছে। নাম সেভহার টোকটাস। ২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত তুরস্কের হ্যাকেটেপ ক্লাবের হয়ে খেলেছে ঐ ফুটবলার ম্যাচ খেলেছেন।

করোনা রিপোর্ট কী বলছে

করোনা রিপোর্ট কী বলছে

শিশুটির রিপোর্টে অবশ্য করোনা সংক্রমণ পাওয়া যায়নি। তাতে অবশ্য শিশুটি প্রাণে বাঁচার সুযোগ পায়নি। শুধুমাত্র করোনা হয়েছে এই ভয়ে শ্বাসরোধ করায় মুহূর্তে ঐ শিশু না ফেরার দেশে চলে যায়।

ছেলেকে মেরে ফেলাই ঠিক মনে করেছিলেন খুনি

ছেলেকে মেরে ফেলাই ঠিক মনে করেছিলেন খুনি

কোভিড ১৯ করোনা হয়েছে সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়ার পর ছেলেকে মেরে ফেলাই ঠিক মনে করেছিল টোকটাস। শ্বাসরোধ করে দেওয়ায় শিশুটিকে ইনটেনসিভ কেয়ারে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও শেষরক্ষা হয়নি।

English summary
Turkish footballer killed his 5 years son due to suspect of Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X