For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে এল এসকোবার স্মৃতি, মৃত্যুর হুমকি কলম্বিয়ার দুই ফুটবলারকে

ইংল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হওয়া কার্লোস বাক্কা এবং মাতেউস উরিবেকে কেন্দ্র করে মৃত্যুর ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়।

Google Oneindia Bengali News

আন্দ্রে এসকোবারের কথা মনে আছে। যদি আপনি ফুটবলপ্রেমী হয়ে থাকেন তাহলে কখনই এসকোবারকে ভুলে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়।

ফিরে এল এসকোবার স্মৃতি, মৃত্যুর হুমকি কলম্বিয়ার দুই ফুটবলারকে

যে ফুটবল বেঁচে থাকার রসদ জোগায় হাজার হাজার মানুষকে, সেই ফুটবলের কারণেই প্রাণ গিয়েছিল তরুণ এসকোবারের। তিনি ছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার। ১৯৯৪ বিশ্বকাপে তাঁরই আত্মঘাতী গোলে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। আত্মঘাতী গোল করার কারণে হত্যা করা হয় এসকোবারকে। ২ জুলাই ছিল এসকোবারের ২৪তম মৃত্যু বার্ষিকী।

কিন্তু হঠাৎ করে এত দিন পর কেন তুলে আনা হল এসকোবার প্রসঙ্গ? প্রশ্নটা মনে উদয় নেবে এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।

এসকোবারের মৃত্যুর ঠিক ২৪ বছর পর আবারও সেই রকমই এক পরিস্থিতির সম্মুখীন কলম্বিয়ার ফুটবলাররা। সেই ২৪ বছর আগের স্মৃতিই এখন ফিরে আসছে কলম্বিয়ার ফুটবলারদের মনে।

২ জুলাই ছিল এসকোবারের ২৪তম মৃত্যুবার্ষিকী। এর ঠিক পরের দিন অর্থৎ ৩ জুলাই ইংল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। টাইব্রেকারে গোল মিস করেন কলম্বিয়ার দুই ফুটবলার মাতেউস উরিবে এবং কার্লোস বাক্কার। কলম্বিয়ার বিদায় বিশ্বকাপ থেকে নিশ্চিত হওয়ার পরই এই দুই ফুটবলারের উদ্দ্যেশে একের পর এক আপত্যিকর মন্তব্য ভেসে আসে সোশ্যাল মিডিয়ায়। যার মধ্যে রয়েছে মৃত্যুর হুমকিও।

বাক্কাকে উদ্দেশ্য করে যে বার্তা দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, বাক্কা যেন দেশে না ফেরেন এবং তাঁকে 'মৃত' বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি টুইটারে উরিবেকে উদ্দেশ্য করে দেওয়া বার্তায় বলা হয়েছে দেশের জার্সিতে তিনি নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন। পাশাপাশি ফুটবলারদের হুমকি দেওয়া হয়েছে, যেন ভুল করেও তাঁরা দেশে না ফেরেন।

উল্লেখ্য, জাপানের বিরুদ্ধে প্রথম ম্যাচে কলম্বিয়ার কার্লোস স্যাঞ্চেজ ম্যাচ শুরু তিন মিনিটের মাথায় লাল কার্ড দেখায় তাঁকেও দেওয়া হয় মৃত্যুর হুমকি। যদিও সেই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। কিন্তু এর পরেও হুমকি দেওয়ায় উদ্বেগ বাড়ছে।

English summary
Death Threats sent to Colombian player Carlos Bacca and Mateus Uribe. Both of these football missed penalties against England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X