For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কা কাটিয়ে কলকাতা ময়দানে কবে বল গড়াতে পারে

করোনা ধাক্কা কাটিয়ে কলকাতা ময়দানে কবে বল গড়াতে পারে

  • |
Google Oneindia Bengali News

দেশজুড়ে করোনা উদ্বেগ!ভারতের আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় ৪০ হাজার। এই পরিস্থিতিতে লকডাউন দীর্ঘায়িত হয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে। ফলে কলকাতা ময়দানে কবে বল গড়াবে তা নিয়ে বিস্তর জল্পনা চলছে।

করোনার কারণে বার পুজোতে ধাক্কা

করোনার কারণে বার পুজোতে ধাক্কা

দেশে ২৫ মার্চ থেকে প্রথম দফার লকডাউন শুরু হয়। ১৫ এপ্রিল পর্যন্ত প্রথম পর্বের লকডাউন ছিল। ফলে ১৪ এপ্রিল বাংলার বর্ষবরণের দিন ময়দানের অন্য বছরের চেনা ছবি দেখা যায়নি। ক্লাবে ক্লাবে বারপুজোতে ফুটবলার-কোচ-কর্তাদের উপস্থিতি ছিল না। করোনা আতঙ্কে ইস্টবেঙ্গল-মোহনবাগান ক্লাব এবছর নববর্ষে বার পুজো স্থগিত রাখে ।

করোনা ধাক্কায় আই লিগের স্থগিত ম্যাচ বাতিল

করোনা ধাক্কায় আই লিগের স্থগিত ম্যাচ বাতিল

করোনা ধাক্কায় দেশে ১৫ এপ্রিল থেকে দেশে দ্বিতীয় দফার লকডাউন শুরু হলে আই লিগের স্থগিত বাকি ম্যাচগুলি ফেডারেশনের পক্ষ থেকে বাতিল ঘোষণা লিগ শেষ করা হয়।

করোনা থেকে মুক্তি কবে, লকডাউন কবে উঠবে

করোনা থেকে মুক্তি কবে, লকডাউন কবে উঠবে

করোনা থেকে মুক্তি কবে বলা মুশকিল। দেশে আক্রান্তের সংখ্যা যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে জুলাই-অগাস্ট মাসের আগে কোনভাবে ভারতীয় ফুটবল মাঠে বল গড়ানোর আশা দেখছেন না কর্তারা।

কলকাতা ময়দানে বল গড়াতে পারে কবে?'

কলকাতা ময়দানে বল গড়াতে পারে কবে?'

দেশে করোনা সংকটের সব পরিস্থিতিতে নজর রেখে এবছর প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করা সম্ভব হবে কিনা, তা নিশ্চিত করে আইএফএ কর্তারা বলতে পারছেন না। প্রতিবার পাঁচটি ডিভিশনের ফুটবল ম্যাচ মিলিয়ে প্রায় আড়াই হাজার ম্যাচ হয়ে থাকে। এবছর এই পরিমাণ ম্যাচ না হওয়ার সম্ভবনা প্রবল। সেক্ষেত্রে সেপ্টেম্বরের আগে কলকাতা ময়দানে বল গড়ানো ঝুঁকি সাপেক্ষ মনে করছেন ফুটবল কর্তারা।

লিগে কাটছাঁট

লিগে কাটছাঁট

আইএফএ সচিব এবং চেয়ারম্যান ছোটো করে হলেও কলকাতার প্রিমিয়ার ডিভিশনের দুটো গ্রুপের ম্যাচ করার পক্ষে আশা রাখছেন । সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে ম্যাচ আয়োজন করা করা সম্ভব হবে সেই নিয়ে পরিকল্পনা তৈরি করা হবে বলে প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।

ফুটবল শুরু করা নিয়ে ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ফুটবল শুরু করা নিয়ে ইস্টবেঙ্গল কর্তা কী জানিয়েছেন

ইস্টবেঙ্গলের সহসচিব ডা: শান্তিরঞ্জন দাশগুপ্ত তাড়াহুড়ো করে ফুটবল শুরু করা উচিত নয় বলে জানিয়েছেন।তিনি বলেন 'কোরোনা ভাইরাস দ্রুত চরিত্র বদল করছে। পরিস্থিতি কঠিন, ফুটবল শুরু হলে ছোঁয়া থেকে ফের জীবাণুর সংক্রমণ হতে পারে। এই সংকটময় পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে ফুটবল খেলা একেবারেই উচিত নয়। তাড়াহুড়ো করার কোনও মানেই হয় না।'

মোহনবাগান কর্তার মত

মোহনবাগান কর্তার মত

মোহনবাগানের সহ সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়ও লিগ শুরু নিয়ে তাড়াহুড়োর পক্ষে নয়। তিনি জানিয়েছেন, 'স্বাস্থ্যবিধি মেনে ফুটবল শুরু করা উচিত। করোনা সংকটে বিশ্বে ফুটবল বন্ধ। লিগ পরে শুরু হলে ক্ষতি হবে না। '

English summary
When Football matches can start in Kolkata maidan after CoronaPandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X