For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপালেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা শংকর

কেন ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপালেন মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা শংকর

  • |
Google Oneindia Bengali News

জল্পনার অবসান, শেষ পর্যন্ত আইএসএলের দুই ক্লাবের অফার ছেড়ে মঙ্গলবার রাতে ইস্টবেঙ্গলে সই করেছেন শংকর রায়। গত মরসুমে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে শংকর রায়ের দারুণ অবদান ছিল। তেকাঠিতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিলেন শংকর। করোনার কারণে আই লিগ স্থগিত না হলে শেষ পর্যন্ত তাঁর হাতের লিগের সেরা গোলকিপারের পুরস্কার উঠতে পারত।

শংকরকে নিয়ে ত্রিমুখী লড়াই ছিল

শংকরকে নিয়ে ত্রিমুখী লড়াই ছিল

মোহনবাগানের আই লিগ জয়ী গোলকিপার শংকর রায়কে নিতে ত্রিমুখী লড়াই জমে গিয়েছিল। ২০১৯-২০ ফুটবল মরসুমে মোহনবাগানের হয়ে আই লিগ জিতেছেন শংকর। মেরিনার্সের তরুণ গোলকিপার তেকাঠি তলায় রাখতে আইএসএলের দুই ক্লাব নর্থইস্ট ইউনাইটেড আর জামশেদপুর এফসি আগ্রহ দেখায়। দুই ক্লাবের সঙ্গে কথাও এগিয়েছিল।

কেন ইস্টবেঙ্গলে

কেন ইস্টবেঙ্গলে

এক প্রতিক্রিয়ায় শংকর জানিয়েছেন,'বাবার ইচ্ছে ছিল আমি ইস্টবেঙ্গলে খেলি। নার্সারি লিগ খেলার সময় বাবা মারা গিয়েছিলেন। ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতাম বলে বাবা বলতেন কোনও দিন সুযোগ আসলে যেন ইস্টবেঙ্গলে খেলি। তাই ইস্টবেঙ্গলের সঙ্গে কথা এগোতে সেই করেছি।'

ইস্টবেঙ্গলে শংকরের টার্গেট

লাল-হলুদ জার্সিতে গোলকিপার হিসেবে প্রথম পছন্দ হতে চান শংকর। মোহনবাগানে শুরু থেকে প্রথম গোলকিপার হিসেবে শংকর সুযোগ পাননি। তবে তিনি জানিয়েছেন ইস্টবেঙ্গল জার্নির শুরু থেকেই দলে প্রধান গোলকিপার হওয়াই তাঁর টার্গেট।

আরও তিন ফুটবলার সই করিয়েছে ইস্টবেঙ্গল

শংকর রায় ছাড়াও আরও তিন স্বদেশি ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত করল ইস্টবেঙ্গল।আইএসএলের জামশেদপুর এফসি থেকে ইস্টবেঙ্গলে এলেন সাইড ব্যাক কিগান পেরেরা। এটিকে,বেঙ্গালুরুর মতো ক্লাবে খেলেছেন এই ফুটবলার।গোকুলামে খেলা মহম্মদ ইর্শাদের সঙ্গেও চুক্তি সেরে ফেলল লাল-হলুদ।কেরালার এই ফুটবলার গত মরসুমে গোকুলামের হয়ে ডিফেন্সিভ মিডিও ছাড়াও সেন্ট্রাল ব্যাক পজিসনে নজর কাড়েন।পঞ্জাব এফসি থেকে মহারাষ্ট্রের তরুণ ফুটবলার গিরিক খোসলাকে নিল ইস্টবেঙ্গল। ফরোয়ার্ড,অ্যাটাকিং মিডিও ছাড়াও উইঙ্গার হিসাবেও খেলে গত আই লিগে নজর কেড়েছিলেন গিরিক।

'চাপ অনুভূত হয়, ভয় করে', এমএস ধোনির স্বীকারোক্তি, মেনে নিলেন বিরাট কোহলিও'চাপ অনুভূত হয়, ভয় করে', এমএস ধোনির স্বীকারোক্তি, মেনে নিলেন বিরাট কোহলিও

English summary
Why Shankar Roy signed East Bengal after winning I league for Mohun Bagan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X