For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই বিশ্বকাপার

বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে আয়োজক দেশ রাশিয়াকে। ভাল শুরু করেও কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গিয়েছে রাশিয়া।

Google Oneindia Bengali News

আয়োজক দেশ হিসেবে বিশ্বকাপে সুযোগ পাওয়া রাশিয়া আশা জাগিয়েও কোয়ার্টার ফাইনালের বেশি আর এগোতে পারেনি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে বিশ্বকাপ থেকে।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই বিশ্বকাপার

বিশ্ব মঞ্চে ব্যর্থ হওয়ার পরই আন্তর্জাতি ফুটবলকে বিদায় জানালেন রাশিয়া ফুটবলের অন্যতম নক্ষত্র য়ুরি ঝিরকোভ। যদিও চোটের কারণে কোয়ার্টার ফাইনালে খেলতে পারেননি য়ুরি।

টপ লেভেলে খেলার মতো আর এনার্জি নেই তাঁর, আর সেই কারণেই তাঁর অবসরের সিদ্ধান্ত বলে জানিয়েছে ঝিরকোভ।

চেলসির প্রাক্তন ফুটবলারটি বলেন, 'এই লেভেলে ফুটবল খেলার মতো এনার্জি আর নেই আমার। শেষ যে চোটটা পেয়েছি সেটাই অনেকটা পরিস্কার করে দিয়েছে। পরিবারকে এবং সন্তানদের আমি একদমই সময় দিতে পারি না। এবারেও তাদের সঙ্গে বিশেষ সময়ে কাটাতে পারিনি আমি।'

তাঁর আরও সংযোজন, 'যাঁদের সঙ্গে আমি খেলেছি তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ আমার কোচেদের কাছে, সমর্থকদের কাছে এবং অবশ্যই পরিবারের কাছে, যারা আমাকে দীর্ঘ দিন জাতীয় দলে খেলতে সাহায্য করেছে এবং যে কারণে আমি বিশ্বকাপে অংশ নিতে পেরেছি। আমি গর্বিত দেশে হয়ে দু'টো বিশ্বকাপে এবং দু'টো ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারায়।'

রাশিয়ার হয়ে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার খেলেছেন ৮৭টি ম্যাচে। ৮৭টি ম্যাচে করেছেন দু'টি গোল রাশিয়ার জার্সিতে।

English summary
Russian midfielder Yuri Zhirkov has retired from international football. He informed that he don’t have enough energy to play in international football.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X