For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাপিয়ে গেল ২০১০, ছুঁয়ে ফেলল ১৯৫১ - এই এশিয়াডেই দেখা গেল ভারতের সর্বকালের সেরা পারফরম্যান্স

এশিয়ান গেমস ২০১৮-এ ভারত ১৫টি সোনা-সহ মোট ৬৯টি পদক জিতেছে। এশিয়াডে এটি ভারতীয় দলের সবচেয়ে ভাল পারফরম্যান্স।

  • |
Google Oneindia Bengali News

শনিবারই ১৮তম এশিয়াডে ভারতীয় প্রতিযোগীদের শেষদিন। আর সেই দিনই এখনও পর্যন্ত বক্সিং ও ব্রিজ থেকে দুটি সোনা ও স্কোয়াস থেকে একটি ব্রোঞ্জ নিয়ে ছাপিয়ে গেল ইতিহাসে একটি এশিয়াড থেকে সর্বোচ্চ পদক জয়ের সংখ্যাকে। শুধু পদকের সংখ্যাতেই নয়, সর্বোচ্চ স্বর্ণপদকের নিরিখেও এবারের গেমসই ভারতের সেরা এশিয়াড। এখনও পর্যন্ত ১৫টি সোনা-সহ ভারত মোট ৬৯ টি পদক জিতেছে।

ছাপিয়ে গেল ২০১০, ছুঁয়ে ফেলল ১৯৫১, এই এশিয়াডই সেরা

এদিন ছিল ১৮-তম এশিয়ান গেমস-এর চোদ্দতম দিন। তবে আজই ভারতের জন্য এশিয়াড অভিযান শেষ হয়ে যাচ্ছে। শেষ দিনটাও এবারের গেমসের অন্য়ান্য দিনের মতোই মধুর হয়ে রইল ভারতের জন্য। গতকাল অবধি ভারত এবারের গেমস থেকে ১৩টি সোনা-সহ মোট ৬৫টি পদক পেয়েছিল। এতদিন অবধি ২০১০ এর গুয়াংঝাও গেমস-এ পাওয়া ৬৫টি পদকই ভারতের সেরা পারফরম্যান্স ছিল।

ছাপিয়ে গেল ২০১০, ছুঁয়ে ফেলল ১৯৫১, এই এশিয়াডই সেরা

শনিবার দিনের শুরুতেই পুরুষদের বক্সিং রিং থেকে আসে সুখবর। ৪৯ কেজি লাইট ফ্লাইওয়েট বিভাগে ভারতীয় বক্সার অমিত পঙ্খল উজবেকিস্তানের হাসানবয় দুসমাতোভকে হারিয়ে সোনা জিতে নেন। এই দুসমাতোভ কিন্তু বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন। এর ফলে ভারত ছাপিয়ে যায় সেরা এশিয়াড পারফরম্যান্সকে। ১৪ টি সোনা-সহ ভারতের পদকের সংখ্যা দাঁড়ায় ৬৬-তে।

পঙ্ঘলের সোনা জয়ের খবর আসতে না আসতেই আসে ব্রিজ প্রতিযোগিতায় পুরুষদের পেয়ার ইভেন্টে প্রণব বর্ধন ও শিবনাথ সরকারের সোনা জয়ের খবর। যার ফলে জাকার্তা-পালেমবাং গেমস ভারতকে আরও একটি রেকর্ডে পৌঁছে দেয়। এতদিন অবধি স্বর্ণপদক জয়ে এশিয়াডে ভারতের সেরা সাফল্য এসেছিল একেবারে ১৯৫১ সালে নয়াদিল্লিতে আয়োজিত প্রথম গেমস-এ।

ছাপিয়ে গেল ২০১০, ছুঁয়ে ফেলল ১৯৫১, এই এশিয়াডই সেরা

সেবার ভারত ১৫টি সোনা পেয়েছিল। প্রণব বর্ধন ও শিবনাথ সরকারের সোনা ভারতকে সেই রেকর্ড স্পর্ষ করিয়েছে। একানেই থামেনি পদকের দৌড় এরপর মহিলাদের স্কোয়াশ-এ দলগত বিভাগে আসে আরও একটি রৌপ্য পদক। অন্যদিকে বিকেলে হকির ব্রোঞ্জ পদক ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে পদক জিতেছে ভারতের পুরুষ হকি দল।

English summary
Indian has won total 69 medals including 15 golds in Asian Games 2018. This is the best ever performance by the Indian contingent in Asiad.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X