For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেইলিং থেকে এশিয়াডে ভারতের ঘরে এল একটি রুপো, একটি ব্রোঞ্জ

সেইলিং থেকে দুটি পদক পেল ভারত। বর্ষা গৌতম ও শ্বেতা শেরভেগার রৌপ্যপদক জিতেছেন, আর হর্ষিতা তোমার পেয়েছেন ব্রোঞ্জ পদক।

Google Oneindia Bengali News

এশিয়ান গেমস ২০১৮-র দ্বাদশ দিনটি দুর্দান্ত গিয়েছে ভারতের। তার পরের দিনও ভারত পদকের স্বাদ থেকে বঞ্চিত নয়। এদিন ভারতকে দুটি পদক এনে দিয়েছেন ভারতীয় সেইলররা। সেইলিং-এ ৪৯ এফএক্স ইউমেন বিভাগে ভারতের বর্ষা গৌতম ও শ্বেতা শেরভেগার জিতে নিয়েছেন রৌপ্য পদক, অন্যদিকে ওপেন লেসার ৪.৭ বিভাগে ব্রোঞ্জ জেতেন হর্ষিতা তোমর।

সেইলিং থেকে এশিয়াডে ভারত পেল একটি রুপো, একটি ব্রোঞ্জ

সেইলিং থেকে এবার ভারতের উচ্চ আকাঙ্খা ছিল। এমনকী স্বর্ণপদক আসতে পারে, এরকম কথাও বলা হয়েছিল। কিন্তু শেষ অবধি মহিলাদের সেইলিং-এ ৪৯এফএক্স বিভাগে ১৪ রেসের শেষে স্নায়ুর চাপ ধরে রেখে রুপো জিতে নেন ভারতীয় মহিলা সেইলিং জুটি বর্ষা গৌতম ও শ্বেতা শেরভেগার। অথচ আদালতের নির্দেশ না পেলে ইন্দোনেশিয়ায় আসাই হত না এই দুজনের।

এশিয়াডের ঠিক আগে আয়োজিত এশিয়ান সেইলিং চ্যাম্পিয়য়নশিপেও রুপো জিতেছিলেন বর্ষা ও শ্বেতা। ওই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন ভারতেরই একতা যাদব ও শৈল চার্লস। কিন্তু তা সত্ত্বেও কোনও অজ্ঞাত কারণে ঙারতীয় ইয়াটিং অ্যাসোসিয়েশন একতা ও শৈলকেই এশিয়াডের জন্য মনোনিত করেছিল। আদালতে মামলা করে নিজেদের জায়গা পাকা করেছিলেন বর্ষা ও শ্বেতা। এত কিছুর পরও এদিন তাঁরা গর্বিত করলেন ভারতকে।

অন্যদিকে ওপেন লেসার বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন হর্ষিতা তোমার। ওপেন লেসার বিভাগে মহিলা পুরুষ উভয়েই অংশ নিতে পারেন। শুধু তাদের বয়স হতে হয় ১৮-এর নিচে। এই বিভাগে ১১তম রেসে নেমেছিলেন হর্ষিতা। সেই রেসে তিনিই বিজয়ী হলেও সব রেস শেষ হওয়ার পর দেখা যায় তিনি তিন নম্বর অবস্থানে আছেন। তাঁর পরেই চতুর্থ স্থানে ছিলেন ভারতেরই গোভিং বৈরাগি। একটুর জন্য তিনি পদক জয় থেকে বঞ্চিত হন।

তবে সেইলিং-এ হতাশ করেছেন পুরুষরা। ভারতী. পুরুষ সেইলর কে সি গণপতি ও বরুন ঠক্কর উভয়েরই পদক জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু দুজনৈই ডিসকোয়ালিপাই হয়ে রেস থেকে ছিটকে যান।

English summary
Sailing has given India two medals. Varsha Gautham and Sweta Shervegar have won silver medal, while Harshita Tomar bagged the bronze. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X