For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়ান গেমসে সম্মানের লড়াই-এ পাকিস্তানকে মাত, ব্রোঞ্জ পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের

সম্মানের লড়াইয়ে পাকিস্তানকে ফের মাত দিল ভারত। এবার এশিয়ান গেমসের আসরে ভারত হারাল পাকিস্তানের পুরুষ হকি দলকে। এদিন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান।

Google Oneindia Bengali News

সম্মানের লড়াইয়ে পাকিস্তানকে ফের মাত দিল ভারত। এবার এশিয়ান গেমসের আসরে ভারত হারাল পাকিস্তানের পুরুষ হকি দলকে। এদিন ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। আক্রমণ ও প্রতিআক্রমণে জমে উঠেছিল লড়াই। হাড্ডাহাড্ডি লড়াই-এর এই ম্যাচে শেষ পর্যন্ত ভারত শেষ হাসি হাসে। ২-১ গোলে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারতীয় পুরুষ হকি দল।

ফের পাকিস্তানকে হারাল ভারত

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">69th Medal!!<br><br>India beat Pakistan 2-1 in men’s hockey bronze medal match at Asian Games 2018. <a href="https://twitter.com/hashtag/AsianGames2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames2018</a> <a href="https://twitter.com/hashtag/AsianGames?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsianGames</a> <a href="https://t.co/tOUDZGfYPR">pic.twitter.com/tOUDZGfYPR</a></p>— Doordarshan Sports (@ddsportschannel) <a href="https://twitter.com/ddsportschannel/status/1035861125869400064?ref_src=twsrc%5Etfw">September 1, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

খেলার শেষ হওয়ার মুহূর্তে ভারতের মণদীপ সিং গোলের এক সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু তা সেই সুযোগ হাতছাড়া করেন তিনি। মূলত পাকিস্তানের গোলকিপার ইমরান বাট-এর অসাধারণ কিপিং-এর জন্য ভারত গোলের সংখ্যা বাড়াতে পারেনি। ৫৭ মিনিটেও অবিশ্বাস্য সেভ করেন তিনি। ৫৩ মিনিটেও ভারতের হয়ে একটি গোলের সুযোগ নষ্ট করেন রূপিন্দর পাল সিং।

এদিন খেলা শুরু হতেই তিন মিনিটের মাথায় গোল করে আকাশদীপ সিং ভারতকে এগিয়ে দেন। এরপরের গোল আসে ৫০ মিনিটের মাথায় হরমনপ্রীত সিং ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন। এর ২ মিনিট পরেই পাকিস্তানেরপক্ষে গোল দিয়ে ব্যবধান কমান আতিক মহম্মদ।

ভারতীয় হকি দলের ব্রোঞ্জ জয় পর্যন্ত ভারত এশিয়ান গেমসে মোট ৬৮টি পদক জিতেছে। এরমধ্যে ১৫টি সোনা, ২৪টি রূপো ও ২৯টি ব্রোঞ্জ। যদিও, ভারতীয় পুরুষ হকি দল এবার এশিয়ান গেমসের শুরু থেকে যেমন পারফরম্যান্স দেখিয়ে আসছিল তাতে সোনা জয় নিশ্চিত ছিল। কিন্তু সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে পেনাল্টি শ্যুট-আউটে অপ্রত্যাশিত হার হয় ভারতের। প্রথমে ২-২ গোলে ড্র হয় ম্যাচ। পেনাল্টি শ্যুটি-আউটে ৭-৬ গোলে ভারতকে হারিয়ে দেয় মালয়েশিয়া। এশিয়ান গেমসে গ্রুপ স্টেজেই ৭৬টি গোল করেছিল ভারত, যা একটা রেকর্ড।

English summary
Indian Men's Hockey team has registered win against Pakistan in Asian Games and they have secured bronze medal in the race.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X