For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় ক্রীড়া দিবসে ফিট ইন্ডিয়া কর্মসূচির উদ্বোধন, ধ্যান চাঁদকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী মোদী

আজ জাতীয় ক্রীড়া দিবসে 'ফিট ইন্ডিয়া' কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলোর উপকারিতার কথা তুলে ধরেন নমো।

  • |
Google Oneindia Bengali News

আজ জাতীয় ক্রীড়া দিবসে 'ফিট ইন্ডিয়া' কর্মসূচির সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে সুস্থ জীবনযাপনের জন্য খেলাধুলোর উপকারিতার কথা তুলে ধরেন নমো। কর্মসূচির প্রথম লক্ষ্য হিসেবে ফিট ভারত গড়ে তোলার শপথ নেন প্রধানমন্ত্রী। এই উদ্দেশে দেশবাসীকে আরও বেশি করে খেলাধুলোয় অংশ নেওয়ার কথা জানিয়েছেন মোদী।

কিংবদন্তি ধ্যান চাঁদের স্মরণে কী বললেন প্রধানমন্ত্রী

সেই সঙ্গে জাতীয় ক্রীড়াদিবসে এদিন হকির কিংবদন্তি ধ্যানচাঁদের অবদানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'ভারতের ক্রীড়াজগতের মহান আইকন ধ্যান চাঁদ জি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। ফিটনেস, স্ট্যামিনা ও খেলার মধ্যে দিয়ে সারা বিশ্বে নিজের ছাপ রেখে গিয়েছেন তিনি। তাই ফিটনেস প্রকল্প শুরু করার জন্য এই দিনটিই আদর্শ। আসুন তাঁর জন্মদিনে আজ নতুন করে ফিট ভারত গড়ার শপথ গ্রহণ করি। '

ফিটনেসকে জীবনের মন্ত্র করার বার্তা

ফিটনেসকে জীবনের মন্ত্র করতে হবে। দিল্লিতে ফিট ইন্ডিয়া কর্মসূচির উদ্বোধনের মঞ্চ থেকে এই বার্তাই দিয়েছেন নমো। তিনি বলেন, ফিট থাকতে সাধনা ও অধ্যাবশায় প্রয়োজন। শরীর চর্চা ও খেলাধুলো করলে তবেই শরীর সুস্থ থাকবে।

বিরাট থেকে সিন্ধু, ফিটনেস নিয়ে সদা সচেতন ক্রীড়াদুনিয়া

ক্রিকেটে বিরাট, ফুটবলে সুনীল ছেত্রী থেকে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু। ভারতীয় ক্রীড়াজগতে প্রত্যেক আইকন এখন ফিটনেস নিয়ে সদা সচেতন। বিরাটের ফিটনেস তো রীতিমতো সাধনায় পর্যায়। এবার বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর ফিটনেস সাধনার ভিডিও ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যাচ্ছে, ব্যাডমিন্টন খেলার সময় ক্ষিপ্রতা বাডা়নোর জন্য প্রতিদিন ওয়েট লিফ্টিং করছেন সিন্ধু। জাতীয় ক্রীড়াদিবসে ভারতীয় স্পোর্টস আইকনরাও দেশবাসীকে আজ ফিটনেসকে মূলমন্ত্র করার আহ্বান জানাচ্ছেন।

English summary
PM Narendra Modi launches Fit India Movement on National Sports Day, celebrates Major Dhyan Chand's birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X