For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট আফ্রিদিকে সিরিয়াসলি নেয় না! মোদীকে নিয়ে আফ্রিদির কট্টাক্ষে কেন এমন বললেন 'শর্মা'

বিরাট আফ্রিদিকে সিরিয়াসলি নেয় না! প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আফ্রিদির কট্টাক্ষে কেন এমন বললেন 'শর্মা

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে সারা বিশ্ব যখন উদ্বেগের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে, কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করে ক্রিকেটে বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।

আফ্রিদির বক্তব্য

আফ্রিদির বক্তব্য

প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি কাশ্মীর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন। করোনা ত্রাণের কাজে এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেডা়চ্ছেন আফ্রিদি। তাঁর বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে। এবার এক ভিডিওতে দেখা যাচ্ছে আফ্রিদি বলছেন, মোদীর মস্তিষ্ক নাকি করোনার থেকেও ক্ষতিকারক!

পাক অধিকৃত কাশ্মীর গিয়ে কী বলেছেন আফ্রিদি

পাক অধিকৃত কাশ্মীর গিয়ে কী বলেছেন আফ্রিদি

পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে আফ্রিদি বলেন, 'আমি আজ কাশ্মীরের একটা সুন্দর গ্রামে এসেছি। এখানে এসে আমি দারুণ খুশি। আমি আপনাদের এখানে আসব বলে অনেকদিন থেকেই ভাবছিলাম। বিশ্ব এখন এক ভয়ঙ্কর মহামারিতে কাঁপছে। কিন্তু তার থেকেও বড় রোগ লুকিয়ে রয়েছে মোদীর মনে। '

মোদীকে নিয়ে কট্টাক্ষ

করাচি থেকে পাক অধিকৃত কাশ্মীরে গিয়ে উত্তেজক বক্তব্য রেখে আফ্রিদি আরও বলেন, 'মোদী ভারতের কাশ্মীরের মানুষদের উপর অত্যাচার চালাচ্ছেন। মোদীকে এর জন্য ঈশ্বরের কাছে জবাব দিতে হবে।'

আফ্রিদির কড়া সমালোচনা

আফ্রিদির কড়া সমালোচনা

করোনা আক্রান্ত পাকিস্তানের দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছে আফ্রিদির চ্যারিটি ফাউন্ডেশন। ভালো কাজের জন্য সোশ্যাল মিডিয়ায় তাঁর দারুণ প্রশাংসা করা হয়। তবে ভারতের প্রধানমন্ত্রীকে কট্টাক্ষ করায় নেটদুনিয়ায় যারা আফ্রিদির ভালো কাজের জন্য প্রশংসা করেছিলেন, এখন তারাই আফ্রিদির কড়া সমালোচনা করেছেন।

গৌতম থেকে যুবি-রায়না-ভাজ্জিরা ভৎসনা করেছেন

গৌতম থেকে যুবি-রায়না-ভাজ্জিরা ভৎসনা করেছেন

করোনা ত্রাণে গুরুত্বপূর্ণ অবদান রাখায় যুবি-ভাজ্জিরা কিছুদিন আগে আফ্রিদির ফাউন্ডেশনের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের আহ্বান জানিয়েছিলেন।এবার ভারতের প্রধানমন্ত্রীকে কটাক্ষ করায়, গৌতম গম্ভীর থেকে শুরু করে হরভজন, যুবরাজ, সুরেশ রায়না প্রত্যেকেই আফ্রিদির ভর্ৎসনা করেছেন।

বিরাটের কোচ যা বললেন

বিরাটের কোচ যা বললেন

এবার বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা এদিন বলেন,'আফ্রিদির কথাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কেন।বিরাট ওঁকে কোনও দিনই সিরিয়াসলি নেয়নি। ক্রিকেটার জীবনে কেউ ওকে সিরিয়াসলি নিয়েছে বলে মনে হয় না। এখন ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিতর্ক তৈরি করে। শাহিদ আফ্রিদি পাকিস্তানের হয়ে যখন খেলতেন, সেই সময়েও ওর নেতিবাচক কথার জন্যে ভারতীয় দলের কেউ তাঁকে সহ্য করতে পারতেন না। আফ্রিদিকে কেউ সম্মান করে না, কারণ ও সেটার একেবারেই যোগ্যও নয়।'

রাজকুমার শর্মা আরও বলেন

রাজকুমার শর্মা আরও বলেন

ভারত অধিনায়ক বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা আরও যোগ করে বলেন, 'ভারতীয়রা সবসময়ই পরোপকারী হয়। সংকটের দিনে ভারতীয়রা কোনও দেশ বা সেখানকার প্রধানমন্ত্রীর নামে কখনই বাজে কথা বলে না। আমার মনে হয়, শাহিদ আফ্রিদির এবার শিক্ষার সময় হয়ে এসেছে। কোহলি ওকে গুরুত্ব দিয়ে সময় নষ্ট করতে চায় না বলেই কোনওদিন ভুলভাল মন্তব্যে আফ্রিদিকে জবাব দেয় না।'

করোনা যুদ্ধে হাতিয়ার ফুটবল! চিকিৎসা পরিষেবায় সাহায্যের জন্য বিশেষ টুর্নামেন্টে ইউরোপের তিন ক্লাবকরোনা যুদ্ধে হাতিয়ার ফুটবল! চিকিৎসা পরিষেবায় সাহায্যের জন্য বিশেষ টুর্নামেন্টে ইউরোপের তিন ক্লাব

English summary
Virat Kohli’s childhood coach criticises Afridi for remarks on Indian Pm Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X