For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬০টি সোনা-সহ ২৩৩টি পদক, শীর্ষে ভারত! আইপিএল-রোশনাই মুখ ঢাকল অলিম্পিক সাফল্যের

২০১৯ আবুধাবি বিশেষ অলিম্পিকে ভারতীয় দল ৬০ টি সোনা জিতে পদক তালিকার শীর্ষে রয়েছে। কিন্তু আইপিএল আসছে, তাই এই নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না।

  • |
Google Oneindia Bengali News

৬০টি সোনা, ৮৩টি রূপো ও ৯০টি ব্রোঞ্জ - সব মিলিয়ে ২৩৩টি পদক। এটাই ২০১৯ আবুধাবি বিশেষ অলিম্পিকে ভারতের সাফল্যের খতিয়ান। মঙ্গলবার রাত পর্য়ন্ত পদ তালিরকার শীর্ষে ভারতই। কিন্তু দেশে এই অলিম্পিক সাফল্য নিয়ে কারোর কোনও হেলদোল নেই, এসে গিয়েছে আইপিএল। বাকি সব খেলা এখন পিছনে।

৬০টি সোনা-সহ ২৩৩টি পদক, অলিম্পিকে শীর্ষে ভারত

শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা থাকা ক্রীড়াবিদদের নিয়ে ১৯৬৮ সাল থেকে প্রতি ৪ বছর অন্তর বসে এই বিশেষ অলিম্পিকের আসর। বিশঅবের ১৭৩টি দেশ এই প্রতিযোগিতায় অংশ নেয়। এই বারের প্রতিযোগিতার আসর বসেছে আরব আমিরশাহির আবু ধাবি শহরে।

এই প্রতিযোগিতায় এখনও অবধি ভারত মেডাল জিতেছে অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক্স, সাইক্লিং, জুডো, পাওয়ারলিফটিং, টেবিল টেনিস, রোলার স্কেটিং, ব্য়াডমিন্টন, বাস্কেটবল ট্র্যাডিশনাল, হ্য়ান্ডবল ট্র্যাডিশনাল ও সেবেন সাইড মহিলা ফুটবলে।

এতসব বৈচিত্রপূর্ণ ক্রীড়া ইভেন্ট থেকে পদক এনেছে ভারত। সুপ্রীত সিং, ঋষভ জৈন, প্রিয়া প্রকাশ গাবা, মানালি মনোজ, জীতেন্দ্র পাওয়াল-রা নিজেদের প্রতিবন্ধকতাকে জয় করে দেশকে গর্বিত করেছেন। কিন্তু তা নিয়ে কারই বা মাথা ঘামানোর সময় রয়েছে?

দরজায় কড়া নাড়ছে আইপিএল। ক্রিকেট নিয়ে কোনও অসূয়া না থাকলেও যে দেশ গর্ব করে বৈচিত্রের মধ্যে ঐক্যের, সেই দেশ ক্রীড়া জগতে বৈচিত্র্য থাকাটা কাম্য।

English summary
The Indian contingent for the 2019 Abu Dhabi Special Olympics, is atop the medal tally with 60 golds, but no one cares because IPL is coming.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X