For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিসির #টেনইয়ারচ্যালেঞ্জ - ১০ বছরে কী কী বদল এল ক্রিকেটে, কীই বা বদলাল না, দেখে নিন

#টেনইয়ারচ্যালেঞ্জ গ্রহণ করে আইসিসি ক্রিকেট ভক্তদের মূল্যবান কিছু পোস্ট উপহার দিয়েছে।

Google Oneindia Bengali News

বাস্তবের জগতের মতোই ভার্চুয়াল জগতেও ঝড় ওঠে। এখন যেমন সোশ্যাল মিডিয়ায় যে ঝড় বইছে তার নাম #টেনইয়ারচ্য়ালেঞ্জ। অর্থাত ২০০৯ সালের সঙ্গে ২০১৯ সালের তুলনা করা। কেউ পরিবেশ কতটা খারাপ হয়েছে সেই পরিবর্তন তুলে ধরছেন, কেউ কেউ আবার নিজেদের ১০ বছরের ব্য়বধানের ছবি দিয়ে এই ঝড়ে হাওয়া দিচ্ছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়াংমক সংস্থা আইসিসি কিন্তু দারুণ গুরুত্ব দিয়ে এই চ্য়ালেঞ্জ গ্রহণ করেছে।

এর ফলে সবচেয়ে লাভবান হয়েছেন ক্রিকেটের ভক্তরা। একের পর এক পোস্টে ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখের ছবি সহ ক্রিকেটের পরিসংখ্য়ানগত পরিবর্তন তুলে ধরেছে আইসিসি। বর্তমানে টেস্ট ক্রমতালিকায় ব্য়াটসম্য়ান ও বেলারদের তালিকায় শীর্ষে বিরোট কোহলি ও রাবাদা। ১০ বছর আগে কারা ছিলেন শীর্ষে - এই রকম নানান কৌতূহল এই নয়া সোশ্যাল মিডিয়া চ্য়ালেঞ্জের আওতায় মিটিয়েছে আইসিসি।

শুরুটা হয়েছিল গত মঙ্গলবার (১৫ জানুয়ারি) এমএস ধোনিকে দিয়ে। এই সংক্রান্ত সমস্ত আইসিসির সমস্ত পোস্ট একনজরে দেখে নেওয়া যাক।

মহেন্দ্র সিং ধোনি

গত মঙ্গলবারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে শেষ ওভারে ৬ মেরে ভারতকে জেতান মহেন্দ্র সিং ধোনি। এরপরই আইসিসি তাঁর ২০০৯ সালের একটি ছয় মারার ছবির সঙ্গে অ্যাডিলেডের ম্যাচের ছবি পোস্ট করে। সঙ্গে লেখে ১০ বছর বাদেও ধোনি ৬ মারছেন এবং ম্যাচ জেতাচ্ছেন।

রস টেলর

এরপর আইসিসি পোস্ট করে রস টেলরের ছবি। ১০ বছর বাদেও এই কিউই ব্যাটসম্যান শতরান করছেন এবং সেলিব্রেশনের সময় এখনও তিনি জিভ বের করে থাকেন। আইসিসি বলেছে 'কিছু জিনিস কখনই বদলায় না'।

মহম্মদ আমির

২০০৯ সালে মাত্র ১৭ বছর বয়স ছিল পাক জোরে বোলার মহম্মদ আমিরের। আইসিসি তাঁর এখনকার ও সেই সময়ের দুটি ছবি দিয়ে তাঁর চেহারা পরিবর্তন তুলে ধরেছে।

মারিজানে কাপ

২০০৯ সালেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকার মহিলা অলরাউন্ডার মারিজানে কাপ-এর। এখন ২৯ বছর বয়সে তাঁর কী পরিবর্তন হয়েছে তা দেখিয়েছে আইসিসি।

এলিস পেরি

মহিলা ক্রিকেটে অস্ট্রেলিয় অলাউন্ডার এলিস পেরি এখন অন্যতম বড় নাম। আইসিসির পোস্ট করা ২০০৯ সালের ছবিতে দেখা দিয়েছে তাঁকে দাঁতে ক্লিপ পড়তে। এখন অবশ্য আর সেই ক্লিপ তাঁর সঙ্গী নয়।

লাসিথ মালিঙ্গা

দশ বছরের শ্রীলঙ্কার জোরে বোলার লাসিথ মালিঙ্গার অননুকরণীয় সোনালি-কালো কোঁকড়া চুলের যেমন কোনও পরিবর্তন হয়নি, তেমনই পাল্টায়নি তাঁর বলের ধারও।

টেস্ট ব্যাটিং ক্রমের পরিবর্তন

আইসিসি ক্রমতালিকায় টেস্ট ব্যাটসম্যানদের শীর্ষে ২০০৯ সালে ছিলেন ওয়েস্টইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপল। প্রথম দশে ভারতীয় নাম বলে ছিলেন শুধুমাত্র গৌতম গম্ভীর (দশম)। ১০ বছর পর শীর্ষ স্থানে রয়েছেন বিরাট কোহলি। আর তৃতীয় স্থানে আছেন চেতেশ্বর পূজারা।

টেস্ট বোলিং ক্রমের পরিবর্তন

একই ভাবে পাল্টে গিয়েছে বোলিং তালিকার নামগুলিও। ২০০৯ সালে শীর্ষে ছিলেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরণ। অষ্টম ও দশম স্থানে ছিলেন যথাক্রমে হরভজন সিং ও জাহির খান। ১০ বছর পর এখন শীর্ষে আছেন দক্ষিণ আফঅরিকার জোরে বোলার কাগিসো রাবাদা। আর রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন আছেন যথাক্রমে পঞ্চম ও নবম স্থানে।

ওডিআই ব্যাটিং ক্রমের পরিবর্তন

ওডিআই ব্যাটসম্যানদের তালিকায় ১০ বছর আগে শীর্ষস্থছানে ছিলেন তখনকার ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১০ বছর পরও শীর্ষে ভারত অধিনায়কই। শুধু নামটা পাল্টে হয়েছে বিরাট কোহলি। ২০০৯-এ প্রথম ১০ জনের মধ্যে ধোনি ছাড়া ছিলেন পঞ্চম স্থানে ছিলেন আরেক ভারতীয় যুবরাজ সিং। আর ১০ বছর পর বিরাটের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা ও নবম স্থানে রয়েছেন শিখর ধাওয়ান।

ওডিআই বোলিং ক্রমের পরিবর্তন

ওডিআই-তে বোলারদের ক্রমতালিকায় ১০ বছর আগে শীর্ষস্থানে ছিলেন নিউজিল্যান্ডের স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি। প্রথম ১০-এ ভারতীয় নাম ছিল একটিই, জাহির খান (দশম)। ১০ বছর পর শীর্ষ স্থানটি কিন্তু দখ করে নিয়েছএন ভারতীয় জোরে বোলার জসপ্রিত বুমরা। আর তিনি ছাড়াও প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন আরও দুই ভারতীয় - কুলদীপ যাদব (তৃতীয়) ও যুজবেন্দ্র চাহাল (ষষ্ঠ)।

আফগানিস্তান

গত কয়েক বছরে ক্রিকেটে যে দলটি সবচেয়ে বেশি উন্নতি করেছে, তার নাম আফগানিস্তান। ২০০৯ সালে তারা প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল। আর দশ বছর পর তারা দ্বিতীয়বার আইসিসি বিশ্বকাপ খেলতে চলেছে।

English summary
ICC has taken #10YearChallenge and treated Cricket fans with some valuable posts.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X