For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ৩৭ বছর, টিভির পর্দায় কখন কোথায় দেখবেন জেনে নিন

ভারতের ক্রিকেট বিশ্বকাপ জয়ের ৩৭ বছর, টিভির পর্দায় কখন কোথায় দেখবেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ২৫ জুন। ১৯৮৩ সালে এই দিনেই ইংল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্বকাপ জিতেছিল ভারতীয় দল। কাল ২৫ জুন ভারতের সেই বিশ্বকাপ জয়ের ৩৭ বছর। বিশেষ দিনে ক্রিকেট ফ্যানেদের জন্য থাকছে চমক।

একনজরে ভারতের বিশ্বকাপ জয়

একনজরে ভারতের বিশ্বকাপ জয়

লর্ডসে ১৯৮৩ বিশ্বকাপ ফাইনালে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাটিংয়ে সুযোগ পেয়ে ফাইনালে শুরুতেই গাভাসকরকে হারায় ভারত। মাত্র ২ রান আউট হয়েছিলেন লিটল মাস্টার। অপর ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত ৫৭ বলে ৩৮ রানের দুরন্ত ইনিংস খেলেন। মহিন্দর অমরনাথ তিন নম্বরে নেমে ২৬ রানের দামি ইনিংস খেলেছিলেন। সন্দীপ পাতিল ২৭, কপিল দেব ১৫ ও মদন লালের সংগ্রহ ছিল মাত্র ১৭ রান। সব মিলিয়ে ১৮৩ রান তুলেছিল ভারত।

ভারতের জয়

ভারতের জয়

জবাবে ওয়েস্ট ইন্ডিজকে ১৪০ রানে অলআউট করে ভারত ৪৩ রানে ম্যাচ জিতে বিশ্বকাপ ট্রফি জিতেছিল। ফাইনালে ভারতের হয়ে মদন লাল ও মহিন্দর অমরনাথ ৩টি করে উইকেট পেয়েছিলেন। বলবিন্দর সাধু ২টি ও কপিল দব-রজার বিনি একটি করে উইকেট নেন।

স্পোর্টস চ্যানেলের চমক

স্পোর্টস চ্যানেলের চমক

ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের ৩৭ বছর পূর্তিতে বৃহস্পতিবার ক্রীড়া সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ২ ঘন্টারও বেশি সময় ধরে, লর্ডস ফাইনালের বিস্তারিত হাইলাইটস সহ বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার করতে চলেছে। শোয়ে ফাইনালে ভারতীয় দলের ওপেনার কৃষ্ণামাচারি শ্রীকান্ত থাকবেন। তামিল ভাষাতেও এই শো সম্প্রচার করা হবে।

শ্রীকান্ত কী বলেছেন

শ্রীকান্ত কী বলেছেন

শ্রীকান্ত জানিয়েছেন ফাইনালের আগে রাতে এক বোর্ড কর্তার কথা দলকে পুরো চাঙ্গা করে দিয়েছিল। শ্রীকান্ত জানিয়েছেন, 'ফাইনালের আগে ইংল্যান্ডে থাকা বোর্ডের এক কর্তা দলকে জানিয়েছিলেন ফাইনালে যাই হোক না কেন, দল এতদূর আসার জন্য প্রতি সদস্যকে ২৫ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। যা শুনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনালে নামার আগে দলে আলাদা জোশ এসে গিয়েছিল।'

করোনা ভাইরাসের জেরে স্থগিত বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, আইসিসি-র ঘোষণাকরোনা ভাইরাসের জেরে স্থগিত বাংলাদেশের শ্রীলঙ্কা সফর, আইসিসি-র ঘোষণা

English summary
25 june: 37 years of Team India's 1983 cricket World Cup title win
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X