For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার দিনের টেস্টের প্রস্তাব: বিরাট-সচিনের পর কী বললেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং

ভারত অধিনায়ক বিরাট কোহলি, সর্বাধিক ২০০ টেস্ট খেলা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পর এবার চার দিনের টেস্ট নিয়ে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।
 

  • |
Google Oneindia Bengali News

ভারত অধিনায়ক বিরাট কোহলি, সর্বাধিক ২০০ টেস্ট খেলা কিংবদন্তি সচিন তেন্ডুলকরের পর এবার চার দিনের টেস্ট নিয়ে নিজের মতামত জানালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং।

আইসিসি কী চায়

আইসিসি কী চায়

আইসিসি'র চারদিনের টেস্ট খেলার প্রস্তাবকে একেবারেই মানতে পারছেন না রিকি। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'টেস্ট ক্রিকেট নিয়ে এভাবে পরীক্ষা-নিরীক্ষা করার কোনও অর্থ হয় না।'

উল্লেখ্য ২০২৩ সাল থেকে চার দিনের টেস্ট ফর্ম্যাটে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার পক্ষে আইসিসি। এই নিয়ে পরবর্তী সময়ে টেস্ট খেলিয়ে দেশগুলির সঙ্গে আইসিসি আলোচনায় বসতে চায়। টেস্ট ক্রিকেটের বাণিজ্য়করণ করতে ২০২৩ থেকে ২০৩১ ক্রিকেট সার্কেলে টেস্ট ক্রিকেটকে নতুনভাবে সাজাতে চাইছে আইসিসি।

প্রসঙ্গত অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের সিইও কেভিন রবার্টস অস্ট্রেলিয়া আগামী দিনে চারদিনের টেস্ট খেলার পক্ষে আগ্রহী বলে জানিয়েছে।

পন্টিং যা বললেন

পন্টিং যা বললেন

টেস্টের সনাতনী ফর্ম্যাট ভেঙে চার দিনের ম্যাচ খেলার বিরোধীতা করে পন্টিং জুড়েছেন, 'শেষ কয়েক বছরে বেশ কয়েকটি চারদিনের টেস্ট খেলা হয়েছে বলে জানি। তবে শেষ দশকে কটা ম্যাচ ড্র হয়েছে পরিসংখ্যান দেখুন। চার দিনের টেস্ট হলে সেই ড্রয়ের সংখ্যা বাড়বে। অধিকাংশ টেস্ট ম্যাচই ড্র হবে। ক্রিকেট প্রেমীরা নিশ্চয়ই ড্র ম্যাচ দেখতে চাইবে না।'

রিকির মতামত

রিকির মতামত

এখানেই না থেমে পন্টিং আরও বলেছেন, 'বাণিজ্যের কারণেই আইসিসি টেস্টের দিন সংখ্যায় বদল আনতে চাইছে। টেস্টে এক দিন কমা মানে স্পনসর-ব্রডকাস্টারদের টাকা বাঁচবে, ক্ষতির মুখে পড়বে না। আর বৃহস্পতিবার ম্যাচ শুরু করে তা রবিবারের মধ্যে শেষ করা যাবে। কিন্তু আখেড়ে এতে টেস্ট ক্রিকেটের কোনও উন্নতি হবে না।'

English summary
4-day Tests: Ricky Ponting not in favour of ICC's 4day test idea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X