For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলের বাইরে আর কত দিন ঋষভ পন্থ? সৌরভ গঙ্গোপাধ্যায় পর মুখ খুললেন পন্টিং

ভারতীয় দলের বাইরে আর কত দিন ঋষভ পন্থ? সৌরভ গঙ্গোপাধ্যায় পর মুখ খুললেন পন্টিং

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম ম্যাচে মাথায় চোট পেয়েছিলেন। কামিন্সের ডেলিভারি ব্যাটে লেগে হেলমেটে লেগেছিল। ফলে পন্থের পরিবর্তে মুম্বইয়ে লোকেশ রাহুলের হাতে কিপিং ধরায় ম্যানেজমেন্ট। তৃতীয় ম্যাচে দলে ফিরলেও এরপর আর প্রথম একাদশে সুযোগ তৈরি করতে পারেননি পন্থ। পরে নিউজিল্যান্ডের সফরে টি-২০ সিরিজে দলে থাকলেও আর প্লেয়িং ইলেভেন সুযোগ পাচ্ছে না। দলে পন্থের জায়গা এখন বেশ টলমল।

রিকি পন্টিং কী বললেন

রিকি পন্টিং কী বললেন

পন্থকে নিয়ে রিকি পন্টিং অবশ্য আশাবাদী। বিশ্বকাপ জয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক-ব্যাটসম্যান পন্থের ক্রিকেট স্কিল ও ব্যাটিংয়ের উপর আস্থা রাখছেন। ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান দ্রুত জাতীয় দলে ফিরবেন এবং ভালো খেলবেন বলে মনে করছেন পন্টিং।

দিল্লি ক্যাপিটালসের কোচ পন্থকে নিয়ে আরও বলেন

দিল্লি ক্যাপিটালসের কোচ পন্থকে নিয়ে আরও বলেন

পন্টিং আরও বলেছেন, 'পন্থ দারুণ প্রতিভা।আইপিএলে ফের পন্থের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছি। ভারতীয় দলে ও নিশ্চয়ই প্রত্যাবর্তন করবে।' টুইটারে প্রশ্ন-উত্তর পর্বে পন্টিং এমনটা জানিয়েছেন। প্রসঙ্গত ২০১৯ সালে রিকি পন্টিংয়ের কোচিংয়ে দিল্লি ক্যাপিটালস দলের হয়ে পন্থ বাইশ গজ মাতিয়ে দিয়েছিলেন।

পন্থ-রাহুল কিপিং প্রতিযোগিতা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেছেন

পন্থ-রাহুল কিপিং প্রতিযোগিতা নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলেছেন

কিপার ব্য়াটমস্যান হিসেবে কোহলির পছন্দের তালিকায় এগিয়ে রাহুল। টি-২০ তে ডানহাতি ব্যাটসম্যান এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন। শেষ পাঁচ ইনিংসে চারটিতে হাফ সেঞ্চুরি হাঁকিয়েন লোকেশ। যারপর এখন রাহুলই এখন জাতীয় দলে প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন। সেক্ষেত্রে বিশ্বকাপেও রাহুল দস্তানার দায়িত্ব থাকবেন। সেই প্রশ্নে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'বিরাট ও রবি শাস্ত্রী চূডা়ন্ত এই সিদ্ধান্ত নেবেন।'

পন্থের শেষ বড় ইনিংসে

পন্থের শেষ বড় ইনিংসে

নীল জার্সিতে ধারাবাহিকভাবে সুযোগ পেলেও ব্য়াটে বা দস্তানা হাতে পন্থ দলের আস্থা অর্জন করতে পারেননি। সাম্প্রতিক সময় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চেন্নাই ওডিআইয়ে শেষবার ৭১ রান করেছিলেন পন্থ।

English summary
India vs New Zeland: Ricky Ponting says,Rishabh Pant will be back in Indian playing XI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X