For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাঠে বিরাটের আগ্রাসন ও ফর্ম নিয়ে মুখ খুললেন শৈশবের কোচ থেকে ইনজামাম

মাঠে বিরাটের আগ্রাসন ও ফর্ম নিয়ে মুখ খুললেন শৈশবের কোচ থেকে ইনজামাম

  • |
Google Oneindia Bengali News

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে টেস্ট ম্যাচ হেরেছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের কবলেও পড়তে হয়েছে টিম ইন্ডিয়াকে। হয়তো সেই হার হজম করতে না পেরেই মাঠে হতাশা ঝড়ে পড়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির স্বভাবে। কোহলির সেই সময়কার আগ্রাসী মনোভাব সমালোচিত হয়েছে ক্রিকেট মহলে। যদিও এই ইস্য়ুতে টিম ইন্ডিয়ার অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন তাঁর শৈশবের কোচ। পাকিস্তানি লেজেন্ড ইনজামাম-উল-হক বিরাটের ফর্ম নিয়ে কথা বলেছেন।

বিপর্যস্ত ভারত

বিপর্যস্ত ভারত

ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ উইকেটে হার হজম করতে হয়েছিল ভারতকে। ক্রাইস্টচার্চ টেস্টও ৭ উইকেটে হেরে যায় বিরাট কোহলি শিবির। নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে-র পর টেস্টেও হোয়াইটওয়াশ হজম করতে হল ভারতকে।

বিরাটের আগ্রাসন

বিরাটের আগ্রাসন

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩ রান করেছিলেন বিরাট কোহলি। ২৪২ রানে অল আউট হয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসেও ১৪-র বেশি করতে পারেননি টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১২৪ রানে অল আউট হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এই ব্যর্থতার আক্ষেপ মাঠেই জানান দিয়ে ফেলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে জসপ্রীত বুমরাহের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হলে, তাঁকে কূটক্তি করার পাশাপাশি মাঠে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সেই সময় মাঠের দর্শকদেরও কিছু বলতে শোনা যায় বিরাট কোহলিকে।

ভাইরাল বিরাট

বিরাট কোহলির এই উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টিম ইন্ডিয়ার অধিনায়কের এই অ্যানিমেটেড সেলিব্রেশন নিয়ে বিভিন্ন ধরনের মিমও তৈরি হয়েছে। বিস্তর সমালোচনার শিকার হন বিরাট।

ক্ষিপ্ত বিরাট

ক্ষিপ্ত বিরাট

ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হওয়ার পর বিরাট কোহলিকে ওই উচ্ছ্বাস নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। মাঠে টিম ইন্ডিয়ার অধিনায়কের এই আচরণ আদৌ ক্রিকেটীয় সুলভ কিনা, সে প্রশ্নও করেন ওই সাংবাদিক। তা শুনেই মেজাজ হারিয়ে ফেলেন বিরাট কোহলি। পাল্টা হিসেবে সাংবাদিককে তিনি বলেন যে কী হয়েছে সেটা তাঁর জেনে আসা উচিত এবং ভবিষ্যতে আরও ভালো প্রশ্ন করা উচিত। বিরাটের কথায়, কেউ যদি মনে করেন যে এধরনের প্রশ্ন করে বিতর্ক তৈরি করবেন, তবে তিনি ভুল করছেন।

নতুন ঘটনা নয়

নতুন ঘটনা নয়

২০১৮ সালে ইংল্যান্ডে টেস্ট সিরিজ হারে ভারত। এরপর সাংবাদিকের এক প্রশ্নের উত্তরেও মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি। উক্ত সাংবাদিকের সঙ্গে রীতিমতো তর্ক জুড়ে দিয়েছিলেন তিনি।

পাশে শৈশবের কোচ

পাশে শৈশবের কোচ

আগ্রাসন ইস্যুতে ভারত অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়িয়েছেন তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। দাবি করেছেন যে বিরাট কোহলি দুর্বিনয়ী নন। মাঠে আগ্রাসন ভারত অধিনায়কের শৈশবের অভ্যাস বলেও দাবি রাজকুমারের। তাঁর কথায়, এই আগ্রাসন না থাকলে বিরাটের কাছ থেকে সেরাটা বেরিয়ে আসে না। তাছাড়া এই আগ্রাসন দেখিয়েই ভারতীয় ক্রিকেটকে বিরাট দিশা দেখাচ্ছেন বলেও মন্তব্য করেছেন তাঁর শৈশবের কোচ।

পাশে ইনজামাম

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি বিরাট কোহলি। তাই তাঁকে নিয়ে ক্রিকেট মহলে কথা চলছে বিস্তর। যদিও সে পথে হাঁটতে রাজি নন পাকিস্তানের কিংবদন্তি ইনজামাম-উল-হক। যাঁরা বিরাটের ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের তীব্র বিরোধিতা করেছেন ইনজি। বলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরান করে ফেলা ক্রিকেটারকে নিয়ে এমন সমালোচনা মানায় না। বিরাট মস্ত বড় ক্রিকেটার। এবং এই পরিস্থিতি থেকে তিনি ঘুরে দাঁড়াবেন বলেই বিশ্বাস করেন ইনজামান-উল-হক।

English summary
Childhood coach and Inzamam defends Virat for his aggression on field
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X