অস্ট্রেলিয়ায় বিশ্ব ক্রিকেটে একাধিক অধিনায়কের কনসেপ্ট জনপ্রিয় করেছে। এবার কী তাহলে তারা মাল্টিপেল কোচ থিওরিও ব্যবহার করতে চাইছে।
অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেহম্যান জানিয়ে দিয়েছেন ২০১৯ বিশ্বকাপের পর আর অস্ট্রেলিয়া দলের কোচের পদে থাকবেন না।দিন কয়েক আগে অস্ট্রেলিয়ার স্পিনিং লেজেন্ড শ্যেন ওয়ার্ন জানিয়েছিলেন তিনি চান টিম অস্ট্রেলিয়ার কোচ হতে। তবে সূত্রের যা খবর তাতে ২০১৯ বিশ্বকাপের পর আরেক বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের হাতেই দায়িত্ব দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে এখনও অবধি যা খবর তাতে টি-টোয়েন্টি দলের কোচিংয়ের ভার তার ওপর দিতে চাইছে তারা।
২০২০ সালে ঘরের মাঠে টি- টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে দেশের টি টোয়েন্টি দলের সহকারি কোচ হিসেবে পন্টিং দায়িত্ব পালন করেছেন। ২০১৯ সালে বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব ছাড়বেন ড্যারেন লেম্যান। তাই টি ২০ দলের পুরোপুরি দায়িত্ব পন্টিংকে দিতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে সবচেয়ে বেশি রান এখনও রিকি পন্টিংয়ের ঝোলায়। ১৩,৩৭৮ রানের মালিকের ওপরই তাই আস্থা রাখতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। লেহম্যানের স্টাফ দলে আরও একবার যোগদান করতে চলেছেন পন্টিং। সামনেই রয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেখানে ফের একবার লেহম্যানের সহযোগি হয়ে হাত পাকিয়ে নেবেন পান্টার।
২০১৭ -র ফেব্রুয়ারি মাসে পন্টিং ও তাঁর সতীর্থ জেসন গিলেসপি অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলেছেন টি-টোয়েন্টি দলের। সেসময় লেহম্যাম ভারতের বিরুদ্ধে টেস্ট দলের দায়িত্বে ছিলেন।
এদিকে পন্টিং যেমন টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিতে পারেন , ঠিক তেমনি নাম রয়েছে ল্যাঙ্গারেরও। তিনি পার্থ স্কর্চার্স এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার কোচিং করিয়েছেন সাফল্যের সঙ্গে। কিন্তু অস্ট্রেলিয়া কোচের পুরো ,সময়ের জন্য দায়িত্ব নিতে পন্টিং পারবেন কিনা সেটা একটা বড় প্রশ্ন।
এদিকে দিন কয়েক আগে শ্যেন ওয়ার্ন জানিয়েছিলেন অস্ট্রেলিয়া দলের কোচিংয়ের দায়িত্ব পেলে তিনি করাতে আগ্রহী।
ক্রিকেট ভালবাসেন? প্রমাণ দিন! খেলুন মাইখেল ফ্যান্টাসি ক্রিকেট