For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সভাপতি সৌরভ বিসিসিআইয়ের আয়হ্রাসের প্রসঙ্গ তোলার পর আইসিসির বিরুদ্ধে তোপ দাগলেন ধুমাল

বোর্ডের সিংহাসনে বসেই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন, আইসিসি'র থেকে বয়েকা টাকা চাইতে চলেছেন তিনি। একধাপ উপরে উঠে বিবিসিআই ছাড়া আইসিসির অস্তিত্ব কোথায়?তোপদাগলেন কোষাধ্যক্ষ

  • |
Google Oneindia Bengali News

বুধবার বোর্ডের সিংহাসনে বসেই প্রসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছিলেন,এবার আইসিসি'র থেকে বয়েকা টাকা চাইতে চলেছেন তিনি। সেই নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়ে দেন মহারাজ। এবার একধাপ উপরে উঠে বিবিসিআই ছাড়া আইসিসি'র অস্তিত্ব কোথায়? এমন তোপ দাগলেন, সৌরভের টিমের সদস্য বোর্ড কোষাধ্যক্ষ অরুণ ধুমাল।

সভাপতি সৌরভ বিসিসিআইয়ের আয়হ্রাসের প্রসঙ্গ তোলার পর আইসিসির বিরুদ্ধে তোগ দাগলেন ধুমাল

বিসিসিআই সভাপতির দায়িত্ব হাতে নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ক্রিকেট বিশ্বে ভারত ৭০-৮০ শতাংশ উর্পাজন সরবরাহ করে থাকে। সেই অঙ্কের বিচারে আইসিসি'র থেকে ভারতীয় বোর্ডের আরও বেশি টাকা পাওয়া উচিত। সাম্প্রতিক সময়ে শেষ কয়েক বছরে আইসিসি'র থেকে বিসিসিআই কোনও টাকা পায় না বলেও অভিযোগ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ ব্যাপারে আইসিসি'র সঙ্গে আলোচনা করবেন বলেই জানিয়েছেন বিসিসিআই সভাপতি। আইসিসি-র কাছে বকেয়া ৩৭২ মিলিয়ন ডলার বা প্রায় ২৭০০ কোটি টাকা দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ আইসিসি'র থেকে বিসিসিআইয়ের আয়হ্রাসের প্রসঙ্গ টানার পর মহারাজের টিমের সদস্য অরুণ সিং ধুমাল এদিন বলেন, 'বিসিসিআই এখন বিশ্বের সবচেয়ে ধোনি ক্রিকেট বোর্ড। সেক্ষেত্রে আইসিসির কোষাগার ভরাচ্ছে বোর্ড। আইসিসি-র মোট আয়ের ৭০ শতাংশ আসে ভারতীয় বোর্ডের কাছ থেকে।এরপরও সেই অনুপাতে আইসিসি'র থেকে বিসিসিআই অর্থ পাচ্ছে না।' সঙ্গে তোপ দেগে ধুমাল আরও বলেন বিসিসিআই না থাকলে আইসিসি কী চলতে পারবে?

English summary
After president sourav Newly Board Treasurer Arun Dhumal Criticises ICC 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X