For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পৃথ্বীর সাসপেনশনের পর নাডা অ্যামবিটে অন্তর্ভূক্ত হল বিসিসিআই

পৃথ্বীর সাসপেনশনের পর নাডা অ্যামবিটে অন্তর্ভূক্ত হল বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

ডোপিং-র অভিযোগে ক্রিকেট থেকে তরুণ পৃথ্বী শ-র সাসপেনশনের পর জল্পনা একটা চলছিলই। তা অবশেষে বাস্তব রূপ নিল। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা-র অ্যামবিটে নিজেকে অন্তর্ভূক্ত করল বিসিসিআই।

পৃথ্বীর সাসপেনশনের পর নাডা অ্যামবিটে অন্তর্ভূক্ত হল বিসিসিআই

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, নাডা-র ডোপিং বিরোধী নীতিকে তারা মান্যতা দিতে প্রস্তুত। অর্থাৎ এবার থেকে দেশের সব ক্রিকেটারদের ডোপ পরীক্ষা করবে নাডা, জানিয়ে দিয়েছে বিসিসিআই।

শুক্রবার বিসিসিআই-র সিইও রাহুল জোহরির সঙ্গে বৈঠক করেন নাডার স্পোর্টস সেক্রেটারি রাধেশ্যাম ঝুলানিয়া। আলোচনায় ডোপ পরীক্ষার কিট, প্যাথোলজিস্টদের স্যাম্পেল সংগ্রহের মান কেমন হবে, তা নিয়ে নাডাকে প্রশ্ন করেন বিসিসিআই-র সিইও। তখন নাডার স্পোর্টস সেক্রেটারি বিসিসিআইকে জানান, তাঁদের কাছে যতটুকু সুবিধা আছে, তা দিয়েই ক্রিকেটারদের কাছ থেকে স্যাম্পেল সংগ্রহ করা হবে। কারণ বিসিসিআইকে অন্যদের থেকে আলাদা হিসেবে তারা দেখতে রাজি নয় বলেও সাফ জানিয়েছে নাডা।

স্বশাসিত হওয়ায় এতদিন নাডার সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনীহা দেখিয়ে আসছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু তরুণ ক্রিকেটার পৃথ্বী শ ডোপিং-র অভিযোগে ধরা পড়ার পর পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকও নাকি নাডায় অন্তর্ভূক্ত হওয়ার জন্য বিসিসিআই-র উপর চাপ বাড়ায় বলে সূত্রের খবর।

English summary
After Prithvi Shaw incident BCCI has agreed to come under NADA ambit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X