For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ লিগের ভাগ্য নির্ধারণ বৈঠকে ফেডারেশন, ফেসবুকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার ইঙ্গিত

আজ লিগের ভাগ্য নির্ধারণ বৈঠকে ফেডারেশন, ফেসবুকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণার ইঙ্গিত

  • |
Google Oneindia Bengali News

আজ শনিবার আইলিগের ভাগ্য নির্ধারণ বৈঠকে বসছে ফেডারেশন। শনিবার বিকেল চারটে সভা ডেকেছে এআইএফএফ। সপ্তাহ শেষের এই বৈঠকেই আজ মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে। এর আগে শুক্রবার রাতে আই লিগের ফেসবুক পেজের কভারের ছবিটি পরিবর্তন করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাগানকে সরকারিভাবে চ্যাম্পিয়ন ঘোষণার ইঙ্গিত

মোহনবাগান সমর্থকদের উল্লাসের 'ভারতসেরা মোহনবাগান' লেখা ছবি আই লিগের কভারে দেওয়া হয়েছে। শনিবারের বৈঠকের আগে শুক্রবার রাতে লিগের অফিশিয়াল ফেজবুক পেজে এই ছবি পরবির্তনে আজদের বৈঠকে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করার ইঙ্গিত দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আই লিগ কতৃপক্ষের এই ইঙ্গিতের পর বলাই যায়, সরকারিভাবে মোহনবাগানের আই লিগ চ্যাম্পিয়নশিপের খেতাব পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

করোনায় স্থগিত আই লিগ

করোনায় স্থগিত আই লিগ

লিগের এখনও ৪ ম্যাচ বাকি রয়েছে। করোনার কারণে আই লিগ প্রথম দফায় ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ছিল। এরপর ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে ১৫ এপ্রিল থেকে ৩ মে দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে। ফলে লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় থেকে অবনমন পর্যন্ত বাকি স্থানগুলি এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে শনিবার ফেডারেশনের গুরুত্বপূর্ণ বৈঠক। ভাইরাসের সংক্রমণে এপ্রিল বা মে মাসে লিগ শুরুর কোনও সম্ভাবনা নেই। ফল লিগের সমাপ্তি ঘোষণা করে মোহনবাগানকে চ্যাম্পিয়নশিপ খেতাব দেওয়া হবে, নাকি লিগ বাতিল ঘোষণা করা হবে, এই নিয়েই আজ সিদ্ধান্ত জানানো হবে

ইস্টবেঙ্গলের দাবি

ইস্টবেঙ্গলের দাবি

অন্য দিকে ইস্টবেঙ্গল ক্লাবের দাবি লিগ বাতিল বা অসমাপ্ত থাকলে সেই লিগে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় কী ভাবে? ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকারের দাবি, ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট পেয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। সেক্ষেত্রে অসমাপ্ত লিগে মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হলে ইস্টবেঙ্গলকে রানার্স ঘোষণা করুক ফেডারেশন, লাল-হলুদ কর্তা এমন দাবিই করেছেন।

একনজরে স্থগিত থাকা আইলিগের পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে কারা

একনজরে স্থগিত থাকা আইলিগের পয়েন্ট টেবিলের প্রথম পাঁচে কারা

১৬ ম্যাচ শেষে মোহনবাগান ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে। সমসংখ্যাক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে তিনে পঞ্জাব। ১৫ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চারে রিয়াল কাশ্মীর। ১৭ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে পাঁচে ট্রাউ।

English summary
aiff hint in social media, mohun bagan to be crowned i league champion
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X