For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অ্যাসেজের ৫ দিনই ব্যাট করলেন ইংল্যান্ডের ররি বার্নস, ছুঁলেন বয়কট-লাম্ব-ফ্লিন্টফকে


 ৭১ তম অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস। চতুর্থ ইংরেজ ব্যাটসম্যান হিসেবে এই নজিরের অধিকারি হলেন বার্নস।

  • |
Google Oneindia Bengali News

৭১ তম অ্যাসেজ সিরিজের প্রথম টেস্টের পাঁচ দিনই ব্যাট করলেন ইংল্যান্ডের ওপেনার ররি বার্নস। চতুর্থ ইংরেজ ব্যাটসম্যান হিসেবে এই নজিরের অধিকারি হলেন বার্নস।

প্রথম দিন

প্রথম দিন

এজবাস্টন টেস্টের প্রথম দিনই ২৮৪ রানে অল আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেদিনই ব্যাট করতে নামে ইংল্যান্ড। ডান হাতি জেসন রয়ের সঙ্গে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সূচনা করেন ররি জোসেফ বার্নস।

দ্বিতীয় দিন

দ্বিতীয় দিন

এজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন বাইশ গজ শাসন করেন ররি বার্নস। শতরান করেন ইংরেজ ওপেনার। সেদিন ইংল্যান্ডকে অল আউট করতে পারেনি অস্ট্রেলিয়া।

তৃতীয় দিন

তৃতীয় দিন

তৃতীয় দিনে বেন স্টোকসের সঙ্গে ব্যাট করতে নামেন সেঞ্চুরিয়ান ররি বার্নস। ৩১২ বলে ১৩৩ রান করে তিনি আউট হন। ৩৭৪ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।

চতুর্থ দিন

চতুর্থ দিন

দুর্দান্ত ব্যাট করে এজবাস্টন টেস্টে দ্বিতীয় শতরান করেন স্টিভ স্মিথ। ৪৮৭ রান করে ইনিংস ডিক্লিয়ার দেন অজিরা। সেদিনই দ্বিতীয় ইনিংসে ৩৯৮ রান তাড়া করতে নামেন ইংল্যান্ড ওপেনার ররি বার্নস ও জেসন রয়।

পঞ্চম দিন

পঞ্চম দিন

মাত্র ১১ রান করে পঞ্চম দিনের সকালেই আউট হয়ে সাজঘরে ফিরে যান ইংরেজ ওপেনার ররি বার্নস।

অ্যাসেজে দ্বিতীয় ইংরেজ

অ্যাসেজে দ্বিতীয় ইংরেজ

ররি বার্নসের আগে ইংল্যান্ড ব্যাটসম্যানদের মধ্যে ১৯৭৭ সালে জিওফ্রে বয়কট এই নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ানদের মধ্যে একমাত্র কিম হুজেস ১৯৮০ সালে অ্যাসেজের একই টেস্টে পাঁচ দিন ব্যাট করার নজির গড়েছিলেন।

অন্যান্যরা

অন্যান্যরা

১৯৬০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের এমএল জয়সীমহা, ১৯৮৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যালেন লাম্ব, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রবি শাস্ত্রী, ১৯৯৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের এএফজি গ্রিফিথ, ২০০৬-এ ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিন্টফ, ২০১২ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আলভিরো পিটারসেন ও ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের চেতশ্বর পূজারা একই টেস্টের পাঁচ দিন ব্যাট করেন।

English summary
As 4th English batsman Rory Burns bated all 5 days of an Ashes test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X