For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভের বিসিসিআইকে হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের! ফের ঝুলে থাকতে পারে আইপিএল ভবিষ্যৎ

সৌরভের বিসিসিআইকে হুমকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের! ফের ঝুলে থাকতে পারে আইপিএল ভবিষ্যৎ

  • |
Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মহামারী। ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে ২৪ হাজার। যেকারণে ভারতে এখন অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত রয়েছে। এর মাঝেই আইপিএলকে কেন্দ্র করে সৌরভের বিসিসিআইকে তোপ পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

বিসিসিআইকে পরোক্ষ হুমকি পাক ক্রিকেট বোর্ডের

বিসিসিআইকে পরোক্ষ হুমকি পাক ক্রিকেট বোর্ডের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আয়োজনের সুযোগ করে দিতে কোনওভাবেই এশিয়া কাপের সূচীতে কোনও পরিবর্তন করা যাবে না। এমনই হুমকি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। করোনার কারণে স্থগিত থাকা আইপিএল টুর্নামেন্টটি সেপ্টেম্বরে আয়োজন করতে চেয়ে এশিয়া কাপের সূচীতে বদল আনতে চাইলে পিসিবি আপত্তি জানাবে। পিসিবি-র সিইও ওয়াসিম খান এমনটাই জানিয়েছেন।

পিসিবির পক্ষ থেকে যা বলা হয়েছে

পিসিবির পক্ষ থেকে যা বলা হয়েছে

ওয়াসিম খান বলেন, 'আমরা স্পষ্ট করে জানিয়ে রাখছি আইপিএল আয়োজনের জন্য এশিয়া কাপ যদি পিছিয়ে দেওয়া হয়, আমরা তা কোনওভাবেই মেনে নেব না। আমরা ঘোর বিধোরিতা করব। এশিয়া কাপ সেপ্টেম্বরে আয়োজন হওয়ার কথা। টুর্নামেন্ট পিছিয়ে নভেম্বর-ডিসেম্বরে আয়োজনের কথা ভাবা হচ্ছে।এটা পিসিবির পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে একটি সদস্য দেশের কোনও একটি ঘরোয়া ক্রিকেট লিগের কারণে এশিয়া কাপ পিছিয়ে দেওয়ার পরিকল্পনা হলে, তার বিরোধিতা জানানো হবে।'

 এশিয়া কাপ কোথায় হওয়ার কথা ছিল

এশিয়া কাপ কোথায় হওয়ার কথা ছিল

প্রসঙ্গত ২০২০ সালে পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হওয়ার কথা ছিল। পিসিবি প্রাথমিকভাবে পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন করতে চেয়েছিল। কিন্তু নিরাপত্তার অভাব ও রাজনৈতিক সম্পর্কের অবনতিতে পাকিস্তানে গিয়ে ভারত এশিয়া কাপ খেলায় বিরোধিতা করে। মার্চের শুরুতে এশিয়া কাপের ভেন্যু পরিবর্ত নিয়ে দুবাইয়ে বৈঠক থাকলেও করোনার কারণে সেই বৈঠক হয়নি।

কোথায় হতে পারে এশিয়া কাপ

কোথায় হতে পারে এশিয়া কাপ

সদস্য দেশগুলির ভোটাভুটিতে শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহীতে এশিয়া কাপ আয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। এই নিয়ে এখনও অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে বিশ্বজুড়ে করোনার কারণে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতে সেপ্টেম্বর নির্ধারিত সূচি মেনে এশিয়া কাপ আয়োজন করা যায় কিনা, সেই নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

English summary
Asia Cup will not be shifted to accommodate IPL says PCB CEO
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X