For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসতে পারেন নেহরা, বীরুর টিপ্পনি

নেহরার অনন্ত যৌবন।৩৮ বছরেও তাই টি-টোয়েন্টি খেলতে ফের জাতীয় দলে ডাক পান ভারতীয় এই পেসার। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

৩৮ বছরেও জাতীয় দলে ডাক পাচ্ছেন তিনি। তিনি ভারতের টি-টোয়েন্টি স্পেশালিস্ট বোলার আশিস নেহেরা। সকলেই চমকালেও বীরেন্দ্র সেওয়াগ এই ঘটনায় চমকে যাননি।

বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসতে পারেন নেহরা, বীরুর টিপ্পনি

তাঁর মতে, 'আমি নেহরার দলে অন্তর্ভুক্তি নিয়ে আদৌ বিস্মিত নই, বরং ও দলে আসায় আমি খুবই খুশি। আমি চাই ও ভবিষ্যতে আরও বেশি ম্যাচ খেলুক। ' শুধু এটুকু বলেই থামেননি সেওয়াগ। তিনি নেহরার এই বারেবারে দলে ফেরার ঘটনাকে ফ্লুক বলেও মানতে নারাজ বীরু। তাঁর মতে শুধু পারফরম্যান্সের নিরিখেই নয়, ফিটনেসের কারণেও তাঁকে এতবার সুযোগ দেওয়া হয়।

বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসতে পারেন নেহরা, বীরুর টিপ্পনি

এই মুহূর্তে ভারতীয় দলে নির্বাচিত হতে গেলে শাস্ত্রী ও কোহলি নিয়ম করেছেন, সকলকে ইয়ো ইয়ো এনডিওরেন্স টেস্ট পাস করতে হবে। আশিস নেহরাও সেই টেস্ট পাস করেন। বীরেন্দ্র সেওয়াগ জানিয়েছেন , 'নেহরা যখন জাতীয় দলে খেলে না তখন আট ঘন্টা করে জিমে কাটান। সকালে চার ঘন্টা বিকেলে চার ঘন্টা করে জিম করেন। '

বীরেন্দ্র সেওয়াগ সহ সাত জন ভারত অধিনায়কের নেতৃত্বে খেলেছেন আশিস নেহরা। মহম্মদ আজহারউদ্দিনের আমলে খেলতে শুরু করে আজ বিরাটের অধিনায়কত্বেও খেলছেন তিনি।

English summary
Asish Nehera is as fit as Virat Kohli believes Virendra Shewag 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X