For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাদেজার চোট নিয়ে অবাক করা দাবি নির্বাচক প্রধানের! ভিন্ন সুরের কথায় জলঘোলা করলেন শাস্ত্রী-প্রসাদ

নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ দাবি করেছেন, একেবারে ফিট ঘোষণা করা ফিটনেস রিপোর্টের ভিত্তিতেই টেস্ট সিরিজের জন্য তার কমিটিকে রবীন্দ্র জাদেজাকে বেছে নিয়েছিল।

  • |
Google Oneindia Bengali News

গত রবিবার (২৩ ডিসেম্বর) ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী দাবি করেছিলেন অস্ট্রেলিয়া আসার আগে থেকে কাঁধের চোটে ভুগছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। আহত জাদেজাকে কেন অস্ট্রেলিয়াগামী দলে নেওয়া হল তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। বক্সিং ডে টেস্ট শুরুর একদিন আগে তার সাফাই দিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ।

জাদেজার চোট নিয়ে অবাক করা দাবি নির্বাচক প্রধানের!

তাঁর দাবি, তাঁদের দল নির্বাচনের সময় ১০০ শতাংশই সুস্থ ছিলেন জাড্ডু। অন্তত তাঁদের কাছে জমা পড়া ফিটনেস রিপোর্টে তাই বলা হয়েছিল। এদিন প্রসাদ জানান, প্রতিটি দল নির্বাচনের আগে নির্বাচন কমিটির কাছে সব ক্রিকেটাদের ফিটনেস রিপোর্ট জমা দেওয়া হয়। অস্ট্রেলিয়া সফরের দল নির্বাচনের আগেও এরকম একটি রিপোর্ট জমা পড়েছিল।

নির্বাচক প্রধান দাবি করেছেন, সেই রিপোর্টে জাদেজাকে ফিট বলেই জানানো হয়েছিল। বাড়তি কোনও কথা লেখা ছিল না। তাই তাঁরা স্বাভাবিকভাবেই জাদেজাকে বেছে নিয়েছিলেন। জাদেজা যে তাঁদের নির্বাচনের সময় সুস্থই ছিলেন তার সপক্ষে আরও প্রমাণ হিসেবে প্রসাদ জানিয়েছেন, দল নির্বাচনের পর জাদেজা রঞ্জি ম্য়াচে ৬০ ওভার বলও করেছেন।

এর আগে অবশ্য পার্থ টেস্টে জাদেজাকে না খেলানো প্রসঙ্গে শাস্ত্রী প্রথম জাদেজার চোটের কথা প্রকাশ করেছিলেন। তাঁর দাবি ছিল ভারতে রঞ্জি খেলার সময় থেকেই 'সোল্ডার স্টিফনেস'-এর সমস্য়ায় ভুগছেন জাদেজা। জানিয়েছিলেন ভারত থেকে ৭০-৮০ শতাংশ ফিট অবস্থায় অস্ট্রেলিয়ায় এসেছিলেন জাদেজা। অস্ট্রেলিয়ায় আসার পর তাঁর কাঁধে ইনজেকশনও দেওয়া হয়।

এতেই প্রশ্ন উঠেছিল ১০০ শতাংশ সুস্থ নয় এমন একজন ক্রিকেটারকে কীভাবে অস্ট্রেলিয়ার মতো এত গুরুত্বপূর্ণ এক সফরে নির্বাচিত করা হল। মঙ্গলবার কিন্তু কোচের কথার ভিন্নসূর শোনা গেল নির্বাচক প্রধানের গলায়। এর মধ্যে কে সঠিক, আর কে ভুল তথ্য দিচ্ছেন তা বিচার করার উপায় নেই। তবে প্রসাদের বক্তব্য সঠিক হলে প্রশ্ন উঠে যায় কিসের ভিত্তিতে ও কে জাদেজাকে ১০০ শতাংশ ফিট বলে ঘোষণা করেছিল?

English summary
Chief selector MSK Prasad claimed that his committee picked Ravindra Jadeja for the Test series based on the fitness report where he was declared absolutely fit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X