For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাসিত আরেক ক্রিকেটার

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়র লিগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য পাঁচ বছর নির্বাসনের কোপে পড়েছিলেন মহম্মদ আশরাফুল। এবার শাকিব ইস্যুতে মুখ খুললেন তিনি

  • |
Google Oneindia Bengali News

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়র লিগে ম্যাচ ফিক্সিংয়ের জন্য পাঁচ বছর নির্বাসনের কোপে পড়েছিলেন মহম্মদ আশরাফুল। এবার শাকিব ইস্যুতে মুখ খুললেন তিনি।

শাকিবের পাশে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেটের নির্বাসিত আরেক ক্রিকেটার

বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক শাকিবের পাশে থেকে মন্তব্য করেছেন। আশরাফুল বলেছেন, 'শাকিব আর আমার কেসটা পুরোপুরি আলাদা। ক্রিকেট বুকি শাকিবের সঙ্গে বারবার যোগাযোগ করতে চেয়েছিল। শাকিব বুকির প্রস্তাব ফিরিয়ে দেয়। কিন্তু আইসিসি'র কাছে বুকির ফোন আসা নিয়ে কোনও ধরনের অভিযোগ জানায়নি। সেটাই তার ভুল।'

সঙ্গে তিনি আরও বলেন, 'শাকিবের থেকে আমার কেসটা একেবারেই আলাদা। আমি পুরোপুরি ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত ছিলাম। শাকিব শুধু বুকির ফোন কল আসা নিয়ে গুরুত্ব দেয়নি। শাকিবের কেসটা সিস্টেমের চোখ খুলে দেবে। আপসোস শুধু, আমার ভুল থেকে দেশের ক্রিকেটাররা কোনও শিক্ষা নেয়নি! '

সেই সঙ্গে নিজের শাস্তি প্রসঙ্গেও মন্তব্য করেছেন আশরাফুল। বলেন, 'ক্রিকেটের থেকে দূরে থাকাটা কোনও ক্রিকেটারই মেনে নিতে পারে না। শাকিবেরও আগামী দিনগুলো খুব কষ্টে যেতে চলেছে। আমার নির্বাসনের ক্ষেত্রেও আমি মানতে পারিনি। নির্বাসনের প্রথম ছ'মাস নিজের মানসিক অবস্থা ঠিক রাখতে ঘুমিয়ে কাটাতাম। সারা রাত ধরে টিভি দেখে দুপুর ২ টোয় ঘুম থেক উঠতাম। শাস্তির সময়টায় আমার খেলাতেও নিষেধাজ্ঞা জানানো হয়েছিল। যেকারণে আমি আমার আইনজীবীর সঙ্গে ক্রিকেট খেলতাম। শাকিবের সঙ্গে অবশ্য এসব হবে না। শাকিব নির্বাসনের এই সময়টায় মীরপুরে ট্রেনিং করতে পারবে। আমার বিশ্বাস শাকিব দারুণভাবে প্রত্যাবর্তন করবে।'

English summary
Banned Mohammad Ashraful say words of sympathy on Shakib Al Hasan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X