For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কঠিন সময়ে শাকিব আল হাসানের পাশে দাঁড়িয়ে কী বললেন স্ত্রী উম্মে শিশির

কঠিন সময়ে শাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মঙ্গলবার শাকিবকে ক্রিকেট থেকে দু'বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি।

  • |
Google Oneindia Bengali News

কঠিন সময়ে শাকিব আল হাসানের পাশে দাঁড়ালেন স্ত্রী উম্মে আহমেদ শিশির। মঙ্গলবার শাকিবকে ক্রিকেট থেকে দু'বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি।

 কেন নির্বাসিত শাকিব

কেন নির্বাসিত শাকিব

ক্রিকেট বেটিং বা স্পট ফিক্সিংয়ের সঙ্গে শাকিবের নাম না জড়ালেও তাঁর সঙ্গে ভারতীয় এক বুকি একাধিকবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল। যা নিয়ে আইসিসি'র কাছে একবারের জন্যও নিজে থেকে কোনও অভিযোগ জানাননি শাকিব। পরে বুকির ফোনের তথ্য প্রমাণ থেকে শাকিবের সঙ্গে হোয়াটস অ্যাপ চ্যাটের হদিশ পায় আইসিসি। যা ইতিমধ্যে প্রকাশও করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

শাকিবের স্ত্রী কী লিখলেন

কঠিন পরিস্থিতিতে শাকিবকে নিয়ে ফেসবুকে স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, 'একদিনে কেউ লেজেন্ড হয়না। জীবনে উত্থান-পতন থাকবেই। আমি ব্যক্তিগতভাবে শাকিবকে চিনি। মানসিক দিক থেকে শাকিব ইস্পাত কঠিন। চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। এরপর ক্রিকেটে ফিরে বিশ্বকাপে দারুণ খেলেছে। ফিরে আসাটা ওর রক্তে রয়েছে। আমার বিশ্বাস আইসিসি'র শাস্ত্রীর পর দারুণভাবে প্রত্যাবর্তন করবেন শাকিব। '

শাকিবের পাশে দল

জাতীয় দলে শাকিবের সতীর্থ তথা বন্ধু মাশরাফি মোর্তাজা থেকে মুশফিকুর রহিম সকলেই এই সময় তাঁর পাশে দাঁড়িয়েছেন। টুইটে মাশরাফি ভবিষ্যদ্বাণী করে লিখেছেন,'২০২৩ সালে শাকিবের অধীনেই বিশ্বকাপ ফাইনাল খেলবে বাংলাদেশ।'

English summary
Shakib Al Hasan’s Wife Umme Ahmed Shishir Comes Out in Support as shakib receives ban from ICC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X