For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাকিবের কামব্যাকটা সহজ হবে না! বললেন বাংলাদেশের নির্বাচক হাবিবুল বাশার

আইসিসির কাছে ক্রিকেট বুকির সঙ্গে তাঁর কথোপকথন গোপন করে বিতর্কে জড়িয়েছেন শাকিব। বুকির প্রস্তাব এড়িয়ে গেলেও তাঁকে যে বারেবারে ঐ বুকি অফার দিয়েছে, সেটা আইসিসিকে জানানোর প্রয়োজনবোধ করেননি শাকিব।

  • |
Google Oneindia Bengali News

নির্বাসন কাটিয়ে শাকিব আল হাসানের কামব্যাকটা সহজ হবে না, মনে করছেন বাংলাদেশের জাতীয় নির্বাচক হাবিবুল বাশার।

শাকিবের নির্বাসন

শাকিবের নির্বাসন

আইসিসির কাছে ক্রিকেট বুকির সঙ্গে তাঁর কথোপকথন গোপন করে বিতর্কে জড়িয়েছেন শাকিব। বুকির প্রস্তাব এড়িয়ে গেলেও তাঁকে যে বারেবারে ঐ বুকি অফার দিয়েছে, সেটা আইসিসিকে জানানোর প্রয়োজনবোধ করেননি শাকিব। সেকারণেই তাঁর বিরুদ্ধে কঠিন শাস্তি এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ওডিআইয়ের এক নম্বর তারকা অল-রাউন্ডারকে ক্রিকেট থেকে ২ বছরের জন্য নির্বাসিত করেছে আইসিসি।

বিশ্বকাপ ও আইপিএলে খেলতে পারবেন না শাকিব

বিশ্বকাপ ও আইপিএলে খেলতে পারবেন না শাকিব

২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। নির্বাসনের কারণেই সেই বিশ্বকাপ খেলতে পারবে না শাকিব। সেই সঙ্গে ২০২০ সালের আইপিএলও খেলতে পারবেন না তিনি।

শাকিবকে নিয়ে কী বললেন জাতীয় নির্বাচক বাশার

শাকিবকে নিয়ে কী বললেন জাতীয় নির্বাচক বাশার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্রধান ও দেশের প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশর বলেছেন, 'শাকিবের কাছে জাতীয় দলে প্রত্যবর্তনটা কঠিন হয়ে গেল। দীর্ঘ সময় এখন ক্রিকেটের বাইরে থাকবেন শাকিব। মানসিকভাবে এরপর কামব্যাকটা খুবই কঠিন হয়ে পড়ল। এই মুহূর্তে বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। সেকারণেই নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফেরার পর নিজের সেরা জায়গায় পৌঁছানোটা খুবই কঠিন। তবে অসম্ভব বলব না।'

শাকিবের উপর বিশ্বাস রয়েছে

শাকিবের উপর বিশ্বাস রয়েছে

হাবিবুল বাশার আরও বলেছেন, 'আমার অবশ্য শাকিবের উপর পুরো বিশ্বাস রয়েছে। ওকে আমি অনেক কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বার করে আনতে দেখেছি। চোট পেলে দ্রুত মাঠে ফেরার জন্য় ওর একটা তাগিদ থাকে। ও দারুণ মানের ক্রিকেটার। সেকারণেই বিশ্বাস ও ঠিক পারবে। নির্বাসনের কারণে শাকিবকে না পাওয়াটা বাংলাদেশ ক্রিকেটের কাছে বড় ক্ষতি।'

শাকিব দুর্নীতিকে প্রশ্রয় দেন না, মন্তব্য হাবিবের

শাকিব দুর্নীতিকে প্রশ্রয় দেন না, মন্তব্য হাবিবের

সঙ্গে তিনি জুড়েছেন, শাকিব কোনও দিনই দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। তাও কেন এত বড় তথ্য গোপন করল বুঝে উঠতে পারলাম না। প্রসঙ্গত কেরিয়ারের গোড়ার দিকে, হাবিবের অধিনায়কত্বে দীর্ঘদিন জাতীয় দলে ক্রিকেট খেলেছেন শাকিব।

English summary
Habibul Bashar says, Shakib Al Hasan’s comeback won’t be easy after ban from cricket
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X