For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিকেটে করোনা ধাক্কা! ফ্যানদের আশা শেষ! সৌরভ জানিয়ে দিলেন শেষ পর্যন্ত বাতিল মেগা টুর্নামেন্ট

ক্রিকেটে করোনা ধাক্কা! ফ্যানদের আশা শেষ! সৌরভ জানিয়ে দিলেন শেষ পর্যন্ত বাতিল মেগা টুর্নামেন্ট

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে ক্রিকেটে বড় ধাক্কা। বুধবার ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছা ঝড়! এর মাঝে আজ বাইশ গজে ক্রিকেটের প্রত্যাবর্তন। ১১৭ দিন পর সাউদাম্পটনের মাঠে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে মাঠে বল গড়িয়েছে। মহারাজের জন্মদিন থেকে মাঠে ক্রিকেটযজ্ঞের শুরু নিয়ে দিনভর ক্রিকেট ফ্যানেদের মধ্যে উন্মদনা তুঙ্গে। কিন্তু দিনের শেষটায় বড় ধাক্কা! ক্রিকেট ফ্যানেদের জন্যে মন খারাপ করা খবর।

নেশার খরচ

নেশার খরচ

অনেক মানুষই ধূমপান ও তরল পানীয়র নেশা করেন। আর সেই কারণে প্রতি মাসে অনেকটা টাকা খরচ হয়ে যায়। যারা বেশি টাকা রোজগার করেন তাদের ক্ষেত্রে সামাল দেওয়া সম্ভব, তবে যাদের রোজগার সীমিত তারা নেশার কবলে পড়লে সংসারে নিত্য অশান্তি লেগেই থাকে। পয়সার টানাটানি হলে সংসারে সুখ থাকে না তা সকলেই জানেন। ফলে এই খাতে খরচ বন্ধ করুন।

কোন টুর্নামেন্ট ভেস্তে গেল

কোন টুর্নামেন্ট ভেস্তে গেল

করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন।

এটিএম ফি

এটিএম ফি

বাড়ির কাছে কোনও এটিএম রয়েছে বলে আপনি সেই ব্যাঙ্কের গ্রাহক না হয়েও দিনের পর দিন সুবিধার জন্য সেখান থেকেই টাকা তোলেন। এর ফলে আপনার অজান্তে অনেক টাকা ব্যাঙ্ক এটিএম ফি হিসাবে কেটে নেয়। প্রতি মাসে মাত্র তিনবার অন্য এটিএম থেকে আপনি টাকা তুলতে পারেন। তার বেশি হলে প্রতিবারের লেনদেনেই আপনার টাকা কাটা যায়।

সৌরভ কী বলেছেন

সৌরভ কী বলেছেন

জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন।

গৃহ ঋণ

গৃহ ঋণ

বাড়ি ভাড়া বা গৃহ ঋণের জন্য প্রতি মাসে আপনার বেতনের বড় অংশ কাটা যায়। সেজন্য এই ধরনের ঋণ নেওয়ার আগে সমস্ত ব্যাঙ্কের রেট ভালো করে জেনে নিতে হয়। সবচেয়ে কম সুদের জায়গা থেকেই ঋণ নেওয়া ভালো। এবং এই ধরনের ঋণের বোঝা মাথায় থাকলে বাকী অনেক খরচ বুঝে করতে হয়।

বিরাটরা কবে মাঠে ফিরছেন, কী জানালেন সৌরভ

বিরাটরা কবে মাঠে ফিরছেন, কী জানালেন সৌরভ

সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেট দল কোন সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে এই কোভিড সংকটে বলা খুবই কঠিন। ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা বড় বিষয়। এখনই তাই কোনও ধরনের তাড়াহুড়ো করা হবে না। '

রেস্তরাঁর খরচ

রেস্তরাঁর খরচ

আজকের ব্যস্ত দিনে সপ্তাহের মাঝেই অনেক সময় বাড়িতে রান্নার সুযোগ হয় না। আর সপ্তাহান্তে একবার বাইরে খাওয়া হয়েই যায়। হিসাব করে দেখুন, শুধুমাত্র বাইরে খেয়ে কত বেশি টাকা মাসের বাজেটের বাইরে আপনি খরচ করেন। মাসে একবার খেতেই পারেন, তবে সামর্থের বাইরে গিয়ে খরচ করে ভবিষ্যতকে অনিশ্চিত করা বোকামির কাজ।

আইপিএল নিয়ে কী বললেন সৌরভ

আইপিএল কবে শুরু হতে পারে, সেই প্রঙ্গে সৌরভ বলেছেন, 'আইসিসি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত করলে সবরকম উপায়ে আইপিএল আয়োজন করার চেষ্টা চালানো হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানালে আইপিএল নিয়ে তখনই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।'

English summary
BCCI president Sourav Ganguly announces Asia Cup is cancelled
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X