For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব?‌ বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে? সৌরভের উত্তর...‌

আইপিএল উইন্ডো পাওয়া সত্য়িই কি সম্ভব?‌ বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে? সৌরভের উত্তর...‌

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণে ক্রিকেটেও সংকট। ভাইরাসের থাবায় বিশ্বজুড়ে ক্রিকেট পুরোপুরি বন্ধ। ফলে ক্রিকেট বোর্ডগুলি আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছে। ভারতে স্থগিত আইপিএল। যেকারণে বিসিসিআইয়ে বিপুল ক্ষতি হচ্ছে। আগামী দিনে আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব? বোর্ডের বিপুল ক্ষতির ধাক্কায়‌ বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে? একনজরে দেখে নেওয়া যাক বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় যা জানিয়েছেন

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

ভিলেন করোনার কারণে মার্চ মাস থেকে ক্রিকেট বন্ধ।২৯ মার্চ থেকে আইপিএল শুরুর কথা থাকলেও করোনা ধাক্কায় টুর্নামেন্ট স্থগিত রাখা হয়। ১৫ এপ্রিল পর্যন্ত টুর্নামেন্ট প্রাথমিকভাবে স্থগিত ছিল।

আইপিএল নিয়ে কী ভাবছে সৌরভের বিসিসিআই

আইপিএল নিয়ে কী ভাবছে সৌরভের বিসিসিআই

পরে দ্বিতীয় দফার লকডাউন ও পরে তৃতীয় দফায় লকডাউন হয়েছে। ফলে এখন দেশে করোনা নির্মূল না হওয়া পর্যন্ত আইপিএল নিয়ে ভাবছে না সৌরভের বিসিসিআই।

বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট,শেষ কবে ২২ গজে বল গড়িয়েছিল

বন্ধ আন্তর্জাতিক ক্রিকেট,শেষ কবে ২২ গজে বল গড়িয়েছিল

আন্তর্জাতিক ক্রিকেটেও করোনা ধাক্কা। করোনা ভিলেনের কারণে মার্চের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ। শেষবার ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ম্যাচ খেলা হয়েছিল। অন্যদিকে ঐ সময়েই ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজের শেষ দুই ম্যাচ করোনার কারণে বাতিল করে দেওয়া হয়।

আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব?‌

আইপিএল উইন্ডো পাওয়া সত্যিই কি সম্ভব?‌

সর্বভারতীয় এক বাংলা দৈনিকের মুখোমুখি হয়ে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় আইপিএল নিয়ে মন্তব্য করেন। সৌরভ এখনই করোনার কারণে আইপিএল বাতিল ধরে নিতে নারাজ। তবে আইপিএল হলেও সঠিক ক্রিকেট উইন্ডো পাওয়া কঠিন মনে করছেন মহারাজ। কারণ হিসেবে সৌরভ মনে করেন, করোনা ধাক্কায় ক্রিকেটসূচি দীর্ঘদিন বন্ধ থাকায় সব ওলট পালট হয়েছে। সব সূচি নতুন করে সাজালে আইপিএলের জন্য সঠিক সময় পাওয়া মুশকিল।

আগামী দিন ক্রিকেটের কী কী বড় টুর্নামেন্ট রয়েছে

আগামী দিন ক্রিকেটের কী কী বড় টুর্নামেন্ট রয়েছে

প্রসঙ্গত এবছর সেপ্টেম্বরে এশিয়া কাপের আসর রয়েছে। এরপর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। যারপর অজিদের ডেরায় বিরাটদের সফর। যার অন্যতম বড় আকর্ষণ চার ম্যাচের টেস্ট সিরিজ। সব মিলিয়ে আইপিএলের জন্যে তাই উইন্ডো পাওয়া কঠিন মনে করছেন সৌরভ।

আইসিসির মিটিং

আইসিসির মিটিং

সৌরভ আরও বলেছেন, মে মাসের শেষ সপ্তাহে আইসিসি বৈঠক। সেখানে করোনা পরবর্তী সময় ক্রিকেট শুরু নিয়ে আলোচনায় সব দেশে ক্রিকেট বোর্ডকে মিলিয়ে ক্রিকেটের রূপরেখা তৈরি করা প্রয়োজন।

বিসিসিআইয়ের সঙ্গে অন্য ক্রিকেট বোর্ডের পার্থক্য

বিসিসিআইয়ের সঙ্গে অন্য ক্রিকেট বোর্ডের পার্থক্য

করোনা ধাক্কায় অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জাতীয় ক্রিকেটারদের বেতনে কাটছাঁট করলেও এখনও পর্যন্ত বিসিসিআই বিরাটদের বেতন কমায়নি।

বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে?

বিরাটদেরও কি এবার বেতন কাটা হবে?

সৌরভ মেনে নিয়েছেন আইপিএলের কারণে বোর্ডের বিপুল ক্ষতি। ভবিষ্যতে এবছর আইপিএল ২০২০ হলে সেক্ষেত্রে বিরাটদের বেতনে কোনও পরিবর্তন না হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন বোর্ড সভাপতি।

বিসিসিআইয়ের কোষাগারে লোকসান কত?

বিসিসিআইয়ের কোষাগারে লোকসান কত?

কোষাধ্যক্ষ অরুণ ধূমল জানিয়ে রেখেছেন আইপিএল না হলে এবছর বিসিসিআইয়ে প্রায় ৫ হাজার কোটি টাকার ক্ষতি হবে পারে। লোকসানের অঙ্ক হিসেবে করলে ৪ হাজার কোটি টাকা ছাপিয়ে যাচ্ছে বলে বিসিসিআই কোষাধ্যক্ষ মন্তব্য করেছেন।

টসের জন্য অপেক্ষা! পথ দেখিয়েছেন সৌরভই, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মতটসের জন্য অপেক্ষা! পথ দেখিয়েছেন সৌরভই, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের মত

English summary
bcci president sourav ganguly answers about probable ipl window and salary cut of indian cricketers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X