For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের আগে ভারতীয় দলে অধিনায়কত্বে পরিবর্তন প্রয়োজন? কী মতামত সৌরভের

চাপ কমাতে আলাদা আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের ফর্মুলায় বিশ্বাসী একাধিক দল। ভারতীয় দলেও কী তা প্রয়োজন, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা! চাপ কমাতে আলাদা আলাদা ফর্ম্যাটে আলাদা অধিনায়কের ফর্মুলায় বিশ্বাসী একাধিক দল। ইংল্যান্ডের যেমন টেস্ট অধিনায়ক জো রুট আর সীমিত ওভারে ইয়ন মর্গ্যান। অজিদের টেস্ট টিমের অধিনায়ক পেইন আর সীমিত ওভারে নেতৃত্বে অ্যারন ফিঞ্চ। কোহলির উপর চাপ কমাতে আগামী দিনে ভারতীয় দলেও কী নেতৃত্ব ভাগ করে দেওয়া উচিত? সেই নিয়েই এক সাক্ষাৎকারে নিজের মতামত দিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

নেতৃত্ব ভাগ করা নিয়ে কী বললেন সৌরভ

নেতৃত্ব ভাগ করা নিয়ে কী বললেন সৌরভ

সৌরভ সেখানে স্পষ্ট জানিয়ে দেন, 'সামনেই বিশ্বকাপ। এখন ভারতীয় ক্রিকেটে যা হবে সবটাই বিশ্বকাপকে মাথায় রেখে। সেকারণেই এই মুহূর্তে ভারতীয় দলে এমন কোনও পরিকল্পনা নেই। কোহলির অধিনায়কত্বেই পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ভারত। ' অর্থাৎ সৌরভ বুঝিয়ে দিয়েছেন এখন টিম কম্বিনেশন নিয়ে কোনও ধরনের ঝুঁকি নেবে না ভারত। এর আগে চলতি বছরে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ খেলার আগে দলের চার নম্বর নিয়ে অনেক খোঁজাখুঁজি হলেও সঠিক ক্রিকেটার বাছাইয়ের অভাবে ইংল্যান্ডের মাটিতে ভারতকে ডুবতে হয়েছে। এবার সঠিক প্ল্যানিংয়ে এখন থেকে দারুণ একটা দল তৈরি করে অস্ট্রেলিয়া পাঠাতে চায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক।

অধিনায়ক রোহিতের সাফল্য

অধিনায়ক রোহিতের সাফল্য

প্রসঙ্গত টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের সাফল্যে অনেক বেশি। আইপিএলে মুম্বইকে চারবার চ্যাম্পিয়ন করেছেন হিটম্যান, সেখানেই এখনও পর্যন্ত আরসিবিকে এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন করতে ব্যর্থ বিরাট।

বিরাটের অনুপস্থিতি রোহিত যতবারই অধিনায়ক হিসেবে সুযোগ পেয়েছেন বারেবারেই নিজেকে প্রমাণ দিয়ে সফল হয়েছেন। অধিনায়ক হিসেবে এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি জিতিয়েছেন হিটম্যান। সেক্ষেত্রে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে বিরাটের অনুপস্থিতিতে ক্যাপ্টেন রোহিত এবার কেমন পারফর্ম্যান্স করেন, সেটাই এখন দেখার।

কোহলির সঙ্গে কাজ করা কি কঠিন? প্রশ্নের উত্তরে কী বললেন সৌরভ

কোহলির সঙ্গে কাজ করা কি কঠিন? প্রশ্নের উত্তরে কী বললেন সৌরভ

সাক্ষাৎকারে সৌরভকে প্রশ্ন করা হয়েছিল, কোহলির সঙ্গে কাজ করা কি কঠিন? সৌরভ এর বিরোধীতা করে বলেন, 'একেবারেই না, ক্যাপ্টেন-বোর্ড কর্তার রসায়ন দারুণ।'

প্রসঙ্গত এর আগে বোর্ডের প্রেসিডেন্টের মসনদে বসেই সৌরভ পরিষ্কার করে দিয়েছিলেন, 'বিরাটই এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের প্রথম ও প্রধান ব্যক্তি।' কোহলির সঙ্গে আলোচনা করে, ইডেনে দিন রাতের টেস্টের জন্য রাজি করান সৌরভ।

সেই নিয়ে পরে মহারাজ বলেছেন, 'বিরাটের সঙ্গে বৈঠকে বসে মাত্র ৩ মিনিটেই দিন রাতের টেস্ট খেলার জন্য রাজি করিয়েছিলাম।'

দিন রাতের টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

দিন রাতের টেস্ট নিয়ে কী বললেন সৌরভ

সঙ্গে সৌরভ আরও জুড়েছেন টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে ঘরের মাঠে বছরে অন্তত একটি দিন রাতের টেস্ট খেলবে ভারত। অ্যাওয়ে সিরিজেও বিপক্ষ দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে দিন রাতের টেস্ট খেলা হবে।

English summary
BCCI president Sourav Ganguly says, India don’t need split captaincy now
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X