For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুলিং অফ-কে তুড়ি মেরে বিসিসিআই-র ক্ষমতা ধরে রাখতে পারে সৌরভ শিবির!

কুলিং অফ-কে তুড়ি মেরে বিসিসিআই-র ক্ষমতা ধরে রাখতে পারে সৌরভ শিবির!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের আতঙ্কে যখন গোটা দেশ জড়োসড়ো, তখন ক্রিকেট প্রেমীদের কাছে এল সুখের বার্তা। সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃ্ত্বাধীন প্যানেল আরোপিত বাধ্যতামূলক কুলিং-অফ নাও মানতে হতে পারে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর দলকে।

বিসিসিআই সভাপতি সৌরভ

বিসিসিআই সভাপতি সৌরভ

২০১৯-র অক্টোবরে বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ডের সচিব নিযুক্ত হন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। ভারতীয় ক্রিকেটের উন্নয়নে ইতিমধ্যেই বেশকিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বিসিসিআই-র ওই নতুন কমিটি।

কুলিং অফ

কুলিং অফ

সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা কমিটির সুপারিশ মতো, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার প্রশাসনিক পদে (এক বা একাধিক) ছয় বছরের বেশি বহাল থাকতে পারবেন না। ২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র যুগ্ম সচিব নিযুক্ত হন সৌরভ। ২০১৫ সালে তিনি সংস্থার সভাপতি নির্বাচিত হন। সেদিক থেকে দেখলে আগামী জুলাই-তে ক্রিকেট প্রশাসক হিসেবে ছয় বছর কাটিয়ে ফেলবেন মহারাজ। বিসিসিআই-র নতুন সংবিধান অনুযায়ী, এরপর তাঁকে তিন বছরের জন্য বাধ্যতামূলক বিরাম নিতেই হবে। বিসিসিআই সচিব জয় শাহ-ও একই নিয়মে বন্দি হতে চলেছেন।

সংবিধান পরিবর্তন

সংবিধান পরিবর্তন

২০১৩ সালে আদিত্য বর্মার দাখিল করা মামলার প্রেক্ষিতেই আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের সব তথ্য বেরিয়ে আসে। এরপরেই বিসিসিআই-র জন্য নতুন সংবিধান রচনার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। তাদের মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল সেই সংবিধান তৈরির পাশাপাশি নজরদারির জন্য বিসিসিআই-র মাথায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারকে বসিয়ে দেয়। এতদিন পর বিসিসআই-র স্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সেক্ষেত্রে কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর ও এথিক্স অফিসারের গুরুত্ব যে কমবে, তা বলাই চলে।

বিসিসিআই-র আবেদন

বিসিসিআই-র আবেদন

লোধা প্যানেলের সুপারিশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন দাখিল করে বিসিসিআই। তাতে কুলিং অফ পিরিয়ড শিথিল করার আর্জি জানানো হয়েছে। বোর্ডের বক্তব্য, রাজ্য ক্রিকেট সংস্থা নয়, কোনও ব্যক্তি পরপর দুই বার কেবল বিসিসিআই-র পদাধিকারি হলে, তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক।

করোনার জেরে বন্ধ কোর্ট

করোনার জেরে বন্ধ কোর্ট

করোনা ভাইরাসের জেরে এই মুহূর্তে বন্ধ রয়েছে সুপ্রিম কোর্ট। কেবল গুরুত্বপূর্ণ মামলাগুলি নিয়ে নাড়াচাড়া করছে শীর্ষ আদালত। তাই বিসিসিআই-র আবেদন সংক্রান্ত মামলা যে এখন ঠাণ্ডা ঘরে পড়ে থাকবে, তা বলাই চলে। নিয়ম অনুযায়ী, মামলার নিষ্পত্তি না ঘটা পর্যন্ত (সাব জুডিস) বিসিসিআই-র সভাপতি পদে বহাল থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই।

চিরঘুমে ইরফান, প্রিয় ছবির কথা জানিয়ে শোকপ্রকাশ সচিন-কোহলিরচিরঘুমে ইরফান, প্রিয় ছবির কথা জানিয়ে শোকপ্রকাশ সচিন-কোহলির

English summary
BCCI president Sourav Ganguly to remain in power without any cooling-off period?
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X