For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া একাদশের জন্য কোন চার ক্রিকেটারের নাম পাঠাল বিসিসিআই? তালিকায় তারকা

এশিয়া একাদশের জন্য কোন চার ক্রিকেটারের নাম পাঠাল বিসিসিআই? তালিকায় বড় নাম

  • |
Google Oneindia Bengali News

আগামী মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের প্রদর্শনী ম্যাচে অংশ নেওয়ার জন্য চার ভারতীয় ক্রিকেটারের নাম পাঠাল বিসিসিআই। তালিকায় রয়েছে দেশের আইকন ক্রিকেটারদের নাম। তাঁরা নাম এক নজরে দেখে নিন।

বাংলাদেশে ম্যাচ

বাংলাদেশে ম্যাচ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে আগামী ১৮ এবং ২১ মার্চ বাংলাদেশে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি প্রদর্শনী ম্য়াচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৌরহিত্যে ম্যাচ দুটি হবে ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

অংশ নেবে ভারত

অংশ নেবে ভারত

বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা অংশ নেবেন বলে আগেই জানিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারত থেকে কোন কোন ক্রিকেটার ওই প্রতিযোগিতায় অংশ নেবেন, তা ঠিক হয়ে গিয়েছে বলে বিসিসিআই সূত্রে খবর। সেই ক্রিকেটারদের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

ভারতীয় ক্রিকেটারদের তালিকা

ভারতীয় ক্রিকেটারদের তালিকা

বিসিসিআই-র একটা সূত্রের তরফে জানানো হয়েছে, বাংলাদেশে অনুষ্ঠিত হতে চলা দুটি প্রদর্শনী ম্যাচে খেলার জন্য চার ভারতীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির নাম। তিনি নাকি নিজেই সেখানে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও বিসিসিআই সূত্রে খবর। এছাড়াও ওই তালিকায় ভারতের বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান, ফাস্ট বোলার মহম্মদ শামি ও স্পিনার কুলদীপ যাদবের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে খবর।

খেলছে না পাকিস্তান

খেলছে না পাকিস্তান

এখনও পর্যন্ত যা খবর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঢাকার শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা দুটি প্রদর্শনী ম্যাচে পাকিস্তানের কোনও ক্রিকেটার অংশ নিচ্ছেন না। বিসিসিআই-র যুগ্ম সচিব জয়েশ জর্জ আগেই জানিয়েছিলেন যে পাকিস্তানকে নাকি ওই টুর্নামেন্টে আমন্ত্রণ জানানো হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের পাল্টা দাবি, পাকিস্তান সুপার লিগ চলার দরুণ সে দেশের ক্রিকেটাররা ওই দুই প্রদর্শনী ম্যাচে অংশ নিতে পারবে না।

English summary
BCCI sends name of Virat Kohli and Shikhar Dhawan for Asia XI T20s
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X