For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিসিসিআই-কেও এবার জবাবদিহি করতে হবে, নতুন সুপারিশে প্রস্তাব আইন কমিশনের

তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এর আওতায় আনা হোক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইকে। এমনই সুপারিশ করল কেন্দ্রীয় আইন কমিশন।

  • |
Google Oneindia Bengali News

তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এর আওতায় আনা হোক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআইকে। এমনই সুপারিশ করল কেন্দ্রীয় আইন কমিশন। এর আগে সুপ্রিম কোর্ট ২০১৬ সালে ভারতীয় বোর্ডে স্বচ্ছ্বতার আনার প্রশ্নে এটিকে আরটিআই-এর আওতায় আনার কথা বলেছিল। এবার সেই পথেই একই সুপারিশ করেছে আইন কমিশনও।

বিসিসিআই-কেও এবার জবাবদিহি করতে হবে, নতুন সুপারিশে প্রস্তাব আইন কমিশনের

[আরও পড়ুন:বিসিসিআই-কেও এবার জবাবদিহি করতে হবে, নতুন সুপারিশে প্রস্তাব আইন কমিশনের ][আরও পড়ুন:বিসিসিআই-কেও এবার জবাবদিহি করতে হবে, নতুন সুপারিশে প্রস্তাব আইন কমিশনের ]

আইন কমিশনের সুপারিশ অনুযায়ী বিসিসিআইয়ের অধীন যে সমস্ত সংস্থা রয়েছে, সেগুলিকেও আরটিআই-এর অধীন আনা হোক।

বিসিসিআই একটি স্বশ্বাসিত সংস্থা। তবে এটি ভারতে কাজ করায় এবং ক্রিকেটের মতো সবচেয়ে জনপ্রিয় খেলার ধারক-বাহক হওয়ায় বহুদিন ধরেই বিসিসিআই-এর কাজকর্মকে আতসকাঁচের তলায় আনার কথা চলেছে। দেশের ক্রীড়া মন্ত্রকের অধীন আনা নিয়েও চর্চা চলেছে।

মূলত ক্রিকেটের মতো খেলা ও তার ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রেখে স্বচ্ছ্বতা বজায় রাখতেই এই সুপারিশ করা হয়েছে। এমনকী সরকারি নজরদারি ও প্রয়োজনে হস্তক্ষেপের বিষয়টিও আলোচনায় রয়েছে।

দেশের সবকটি ক্রীড়া সংস্থাই তথ্য জানার অধিকার আইনের আওতায় রয়েছে। সেক্ষেত্রে বিসিসিআই কেন বছরের বছর পার পাবে সেই প্রশ্ন অনেকেই নানা সময়ে করেছেন।

এই সুপারিশের পিছনে অন্যতম কারণ হিসাবে বলা হয়েছে, বিসিসিআই স্বনিয়ন্ত্রিত সংস্থা হলেও ভারতের বিদেশনীতির উপরে অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে ভারত-পাক ম্যাচের ক্ষেত্রে তা অবশ্যই প্রযোজ্য। তাই সরকারি নজরদারির বাইরে বিসিসিআই-এর থাকা বাঞ্ছনীয় নয়। এতে কী হচ্ছে তা জানার অধিকার ভারতবাসী হিসাবে সকলের রয়েছে।

English summary
BCCI should come under RTI Act, recommends Law Commission
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X