For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় দলের কোনও দুই ক্রিকেটার পছন্দ বিসিসিআইয়ের

অর্জুন পুরস্কারের জন্য ভারতীয় দলের কোনও দুই ক্রিকেটার পছন্দ বিসিসিআইয়ের

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর অর্জুন পুরস্কারের জন্য এবছর ভারতের পেসার জসপ্রীত বুমরাহের নাম পাঠানো হচ্ছে। গত বছর বুমরাহের নাম মনোনীত করা হয়েছিল।

গত বছর ক্রিকেট থেকে এই সম্মান কে জেতেন

গত বছর ক্রিকেট থেকে এই সম্মান কে জেতেন

বুমরাহের নাম পাঠানো হলেও গত বছর পারফর্ম্যান্সের নিরিখে রবীন্দ্র জাডেজা অর্জুন পুরস্কার পেয়েছিলেন।আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র দু'বছরই হওয়া বুরমাহ পুরস্কার পাননি। এবছর বাইশ গজে পেসার বুমরাহ পারফর্ম্যান্স দারুণ। তাই তাঁর নাম বাছা হতে পারে বলে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর।

 নাম পাঠানো হবে আরও এক ক্রিকেটারের

নাম পাঠানো হবে আরও এক ক্রিকেটারের

বুমরাহের সঙ্গে ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের নামও অর্জুনের জন্য পাঠানো হতে পারে বলে খবর। ২০১৮তে তাঁর নাম পাঠানো হয়েছিল। যদিও তিনি পুরস্কার পাননি।

বিসিসিআই সূত্রের খবর

বিসিসিআই সূত্রের খবর

বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, 'গত বছর বুমরাহ, জাডেজা ও মহম্মদ শামির নাম পাঠানো হয়েছিল। এবছর বুমরাহ ও শিখর ধাওয়ানের নাম প্রায় চূড়ান্ত।

একনজরে জসপ্রীত বুমরাহের ক্রিকেট কেরিয়ার

একনজরে জসপ্রীত বুমরাহের ক্রিকেট কেরিয়ার

২৬ বছরের জসপ্রীত বুমরাহ দেশের জার্সিতে তিন ফর্ম্যাটেই খেলেন। দেশের হয়ে ১৪ টেস্টে ৬৮ উইকেট, ৬৪টি ওডিআই ম্যাচে বুমরাহের সংগ্রহ ১০৪টি উইকেট। নীল জার্সিতে ৫০টি টি২০তে ম্যাচ খেলে বুমরাহ ৫৯টি উইকেট পেয়েছেন।

বুমরাহের সাফল্য

বুমরাহের সাফল্য

বিসিসিআইয়ের একটি সূত্র আরও জানিয়েছেন, 'বুমরাহ অর্জুন পুরস্কার পাওয়ার জন্যে সব দিক থেকে যোগ্য ক্রিকেটার। আইসিসির ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও ছিল। বুমরাহ একমাত্র এশিয়ান বোলার যিনি টেস্টে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের উইকেটে এক ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে নজির গড়েন।'

শামির নাম থাকছে না

শামির নাম থাকছে না

পুলিশ কেস চলার কারণে দূর্ভাগ্যজনকভাবে ভারতীয় পেসার মহম্মদ শামির নাম পাঠানো যাচ্ছে না ।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা অর্জুন পুরস্কার পেয়েছেন

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা অর্জুন পুরস্কার পেয়েছেন

এর আগে বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রোহিত শর্মা, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাডেজা অর্জুন পুরস্কার পেয়েছেন।

সিনিয়রদের ক্রিকেটারদের একমাত্র এই ক্রিকেটার পাননি

সিনিয়রদের ক্রিকেটারদের একমাত্র এই ক্রিকেটার পাননি

সিনিয়রদের ক্রিকেটারদের মধ্যে একমাত্র শিখর ধাওয়ান এখনও পর্যন্ত এই পুরস্কার পাননি। এবছর তিনি এই পুরস্কার পেতে পারেন বলে জানা যাচ্ছে।

English summary
BCCI to Nominate Jasprit Bumrah & Shikhar Dhawan For Arjuna Award 2020: Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X