For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুপ্রিম কোর্ট রাজি হলে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, আইসিসি-তে শাহ

সুপ্রিম কোর্ট রাজি হলে ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাথায় ঝুলতে থাকা 'কুলিং-অফ' নিয়মের খাড়া দূর করতে উদ্যোগী হল বিসিসিআই। সূত্রের খবর, রবিবার মুম্বইতে অনুষ্ঠিত হওয়া বোর্ডের ৮৮তম সাধারণ সভায় সুপ্রিম কোর্ট মনোনিত লোধা প্যানেলের সংবিধান সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে বিসিসিআই।

৩৯তম সভাপতি সৌরভ

৩৯তম সভাপতি সৌরভ

দীর্ঘদিনের জড়তা কাটিয়ে ফের মূলস্রোতে ফিরেছে বিসিসিআই। বোর্ড সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বিসিসিআই-র ৩৯তম প্রধান। দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে বোর্ডের মসনদে বসার নজিরও গড়েছেন মহারাজ।

লোধা প্যানেলের সংবিধান

লোধা প্যানেলের সংবিধান

মাত্রাতিরিক্ত দুর্নীতিতে জর্জরিত বিসিসিআই-কে নিয়ন্ত্রণ করতে ময়দানে নামে দেশের সুপ্রিম কোর্ট। আদালত মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেল ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য নতুন সংবিধান রচনা করে। অন্যান্য নিয়মকানুনের পাশাপাশি তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তি বিসিসিআই বা রাজ্য ক্রিকেট সংস্থার কোনও পদে পরপর দুই বার আসীন হলে তাঁকে তিন বছরের জন্য বিরাম নিতে হবে। তা বাধ্যতামূলক বলেই সংবিধানে বলা হয়েছে।

সৌরভের সমস্য়া

সৌরভের সমস্য়া

২০১৫ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি নির্বাচিত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। চলতি বছর ওই একই পদে ফের নির্বাচিত হন মহারাজ। এরপর বিসিসিআই-র সভাপতি নির্বাচিত হওয়ায়, লোধা প্যানেলের সংবিধান অনুযায়ী সৌরভ গঙ্গোপাধ্যায়ের তিন বছরের বাধ্যতামূলক বিরাম নেওয়ার কথা। অর্থাৎ বিসিসিআই-র সভাপতি পদে আর ৯ মাস আসীন থাকতে পারবেন মহারাজ।

সংবিধান সংশোধন

রবিবার বিসিসিআই-র ৮৮তম সাধারণ সভায় লোধা প্যানেলের তৈরি সংবিধান সংশোধনের প্রস্তাব গৃহীত হয়। পুরনো নিয়মের পরিবর্তে তাতে বলা হয়েছে, কোনও ব্যক্তি শুধু বোর্ডের (রাজ্য ক্রিকেট সংস্থা নয়) পদে দুই বার নির্বাচিত হলে পরের দফায় তিনি আর ভোটে লড়তে পারবেন না।

সৌরভের সুবিধা

সৌরভের সুবিধা

লোধা প্যানেলের সংবিধান সংশোধন হলে পরপর দুটি টার্ম অর্থাৎ ২০২৪ পর্যন্ত বিসিসিআই সভাপতি থেকে যেতে পারেন বলেই সূত্র মারফত জানা গিয়েছে। দায়িত্ব নিয়েই দেশে প্রথমবার গোলাপি বলে টেস্ট সফলভাবে আয়োজন করে দেখানো মহারাজের কাঁধে ভর করে এগোতে চাইছে দেশের ক্রিকেটও।

সুপ্রিম কোর্টের অনুমতি

সুপ্রিম কোর্টের অনুমতি

সুপ্রিম কোর্ট মনোনিত লোধা প্যানেলের তৈরি সংবিধান সংশোধন করার জন্য আদালতের সম্মতি নেওয়া আবশ্যক। বিসিসিআই-র সাধারণ সভায় গৃহীত হওয়া সংশোধনী প্রস্তাব দেশের শীর্ষ আদালতের কাছে পেশ করা হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে।

আইসিসি-তে শাহ

আইসিসি-তে শাহ

রবিবারের সাধারণ সভায় ঠিক হয়েছে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের হয়ে আইসিসি-তে প্রতিনিধিত্ব করবেন বিসিসিআই সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। আইসিসি-র চিফ এগজিকিউটিভ কমিটির বৈঠকে থাকবেন শাহ। লোধা প্যানেল রচিত সংবিধানে উল্লেখিত 'কুলিং-অফ' নিয়ম শিথিল হলে তিনিও ২০২৪ পর্যন্ত বিসিসিআই-র সচিব থেকে যেতে পারবেন।

সিএসি

সিএসি

সুপ্রিম কোর্টে সংবিধান সংশোধন নিয়ে মামলার শুনানি হবে ৩ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার। এরপরই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ নির্বাচনকারী ক্রিকেট অ্যাডভাইজারি কমিটি বা সিএসি সদস্যদের নির্বাচন করা হবে বলে বিসিসিআই সূত্রে খবর।

English summary
BCCI to seek approval of Supreme Court on Lodha reforms on cooling-off
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X