For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল? জানেন কী আইপিএল না হলে বোর্ডের কত কোটি ক্ষতি?

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল? জানেন কী আইপিএল না হলে বোর্ডের কত কোটি ক্ষতি?

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল? ভাইরাসের সংক্রমণের কারণে দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন। এরপর ১৫ এপ্রিল আইপিএল ভবিষ্যৎ জানা যাবে বলে ইঙ্গিত ছিল।

কিন্তু পরিস্থিতি পাল্টেছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ৯ হাজার ছাড়িয়েছে।মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। ফলে পরের দুই সপ্তাহ আরও লকডাউনের জন্য রাজ্য সরকারগুলির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই পরিস্থিতিতে আগামী দুমাস আইপিএলের কোনও ভবিষ্যৎ নেই। তবে টুর্নামেন্ট বাতিল করলে বিপুল আর্থিক ক্ষতির পরিমাণও বো্র্ডের মাথাব্যথার কারণ। এই অবস্থায় আইপিএল নিয়ে মন্তব্য করলেন বোর্ড কোষাধ্যক্ষ অরুন ধুমাল।

কোষাধ্যক্ষ যা বললেন

কোষাধ্যক্ষ যা বললেন

বিসিসিআই কোষাধ্যক্ষ বলেন, 'আইপিএল নিয়ে বোর্ড এখন কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। দেশের নাগরিকদের স্বাস্থ্যকে সবার আগে আমরা প্রাধান্য দেব। করোনার কারণে দেশে যা পরিস্থিতি তাতে লকডাউন আরও বাড়বে। সেক্ষেত্রে আগে লকডাউন পুরোপুরি উঠুক। করোনা থেকে কবে মুক্তি পাওয়া যায় আগে সেই ছবিটা পরিষ্কার হওয়া দরকার। তারপরই আইপিএল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবাই আইপিএল হোক, চাইছে। তবে আমাদেরও পরিস্থিতিটা আগে ভেবে দেখতে হবে।'

 সোমবারও আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি

সোমবারও আইপিএল নিয়ে কোনও সিদ্ধান্তে আসা যায়নি

ধুমালের এই বক্তব্যেই বুঝিয়ে দিচ্ছে আইপিএল অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে বিসিসিআই। আজ, সোমবার বোর্ডের তরফে আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানানো হতে পারে বলে বলা হয়েছিল। কিন্তু এদিনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বা আইপিএল নিয়ে সম্ভাবনার উল্লেখ করা হয়নি।

অস্ট্রেলিয়ার ছয় মাসের লকডাউন

অস্ট্রেলিয়ার ছয় মাসের লকডাউন

ধুমাল আরও বলেন,'করোনার কারণে বিশ্বের প্রতিটি দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে লকডাউনই একমাত্র উপায়। অস্ট্রেলিয়া ছয় মাসের লকডাউনের পথে হাঁটতে পারে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে ধরে নেওয়া যায়, অস্ট্রেলিয়া পরের ছয় মাসের জন্য ক্রিকেটার ছাড়বে না। আবার ভারতের দিকটাও ভেবে দেখতে হবে। লকডাউন উঠলে আইপিএল হবে বলে উত্তেজিত হলে চলবে না। ভারতে আংশিক লকডাউন উঠতে পারে। যে সব জায়গায় হটস্পট চিহ্নিত হয়েছে। শহরের সেই সব জায়গা পুরোপুরি লকডাউন হতে পারে। ফলে এখনই আইপিএল নিয়ে কিন্তু সিদ্ধান্তে আসার সময় আসেনি। '

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত?

আইপিএল না হলে বোর্ডের ক্ষতি কত?

উল্লেখ্য নির্দিষ্ট সূচি অনুযায়ী ২৯ মার্চ আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ভারতে করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় গত মাসেই ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল পিছিয়ে দেওয়া হয়। ১৫ এপ্রিলের পর আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা ছিল বিসিসিআইয়ের। আইপিএল না হলে ভারতীয় ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে।

বোর্ড সূত্রে জানা যাচ্ছে, আইপিএল না হলে প্রায় ৩০০০ কোটি টাকা ক্ষতি হতে পারে। প্রসঙ্গত আইপিএল নিয়ে বোর্ডের যেহেতু কোনও বিমা করা নেই, তাই আইপিএল বাতিল ঘোষণা করতে পারছে না বোর্ড। সেজন্যেই পূর্ণ শক্তি দিয়ে বিকল্প পথ বার করে আইপিএল করানো নিয়ে পরিকল্পনা তৈরি করছে বিসিসিআই।

English summary
BCCI treasurer Arun Dhumal expresses picture is very hazy regarding future of IPL 2020
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X