For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাটরাই সেরা,নিউজিল্যান্ডে পর্যুদস্ত হওয়ার পরও কেন এমন বললেন লারা

বিরাটরাই সেরা,নিউজিল্যান্ডে পর্যুদস্ত হওয়ার পরও কেন এমন বললেন লারা

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ০-২ ব্যবধানে হোয়াইট ওয়াশ হলেও সফরকারী দল হিসেবে বিরাটের ভারতই বর্তমান প্রজন্মের সেরা, বলছেন ক্যারিবিয়ন প্রিন্স ব্রায়ান লারা। সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে টেস্টে পর্যুদস্ত হয়েছে ভারত। বুমরাহ-শামিরা বল হাতে নিজেদের কাজটা করলেও ব্যাটে বিরাটদের পারফর্ম্যান্স নিয়ে সমালোচনা হয়েছে। বিদেশের মাটিতে সুইং সহায়ক উইকেট পূজারা-রাহানেরা সম্মানরক্ষার লড়াইটুকু করে উঠতে পারেননি। জোড়া টেস্ট হারলেও অবশ্য আইসিসির টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে কোহলি অ্যান্ড কোম্পানি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থান অক্ষত রাখতে পেরেছে ভারতীয় দল।

ভারতীয় দলের হারের জন্য ক্লান্তিকে দায়ী করলেন লারা

ভারতীয় দলের হারের জন্য ক্লান্তিকে দায়ী করলেন লারা

টেস্ট সিরিজ হারের জন্য বিরাট কোহলিদের ঠাঁসা ক্রীড়াসূচিকে দায়ী করেছেন লারা। তিনি বলেন, 'পাঁচটি-২০, ৩টি ওডিআই খেলার পর ভারত টেস্ট সিরিজে নেমেছিল। সেজন্যই ক্লান্তি কাজ করেছে বলে মনে করি।

বিরাটরাই সেরা মত লারার

বিরাটরাই সেরা মত লারার

সঙ্গে লারা আরও জুড়েছেন, 'দুই টেস্ট হারলেও সাম্প্রতিক সময়ে সফরকারী দল হিসেবে বিরাট কোহলির ভারত দারুণ সফল।' প্রসঙ্গত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি-২০ টুর্নামেন্টে খেলতে এই মুহূর্তে ভারতে খেলতে এসেছিলেন লারা। ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দলের হয়ে লারা ভারতীয় লেজেন্ড দলের বিরুদ্ধে ম্যাচ খেলেন। পরবর্তী সময়ে করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টের ম্যাচগুলি স্থগিত হয়েছে।

দেশের বাইরে ভারতীয় দলের টেস্ট সাফল্য

দেশের বাইরে ভারতীয় দলের টেস্ট সাফল্য

দেশের বাইরে ভারতীয় টেস্ট দলের সবচেয়ে বড় সাফল্যে ২০১৮-১৯ সালের অস্ট্রেলিয়া সফর। অজিদের ডেরায় ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গিয়ে বিরাট কোহলির ভারত ২-১ ব্যবধানে জয় পায়। এটাই অস্ট্রেলিয়া সফরে প্রথম কোনও ভারতীয় দলের টেস্ট সিরিজ জয়।

আগামী দিনে টেস্টে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আগামী দিনে টেস্টে ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ খেলার পর চলতি বছরের নভেম্বরে অজিদের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। যার মধ্যে গোলাপি বলে একটি টেস্ট ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। বছর শেষে আসন্ন এই টেস্ট সিরিজ ভারতীয় দলের কাছে কঠিন পরীক্ষার বলা চলে।

English summary
Brain Lara says virat kohli's Team India still best travelling team after lose test series vs nz
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X