For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন চ্যালেঞ্জে সফল হলে, ঈশ্বর সচিনকে ছাপিয়ে যাবেন বিরাট! ভবিষ্যৎবাণী লিয়ের

তিন চ্যালেঞ্জে সফল হলে, ঈশ্বর সচিনকে ছাপিয়ে যাবেন বিরাট! ভবিষ্যৎবাণী লিয়ের

  • |
Google Oneindia Bengali News

পারলে সচিনের বিশ্বরেকর্ড বিরাটই ভাঙতে পারবেন! করোনা উদ্বেগের কারণে বাইশ গজের দরজা খেলা নিয়ে যখন আশঙ্কা তৈরি হয়েছে, তখন সচিনের বিশ্বরেকর্ড বিরাট কোহলি ভেঙে দিতে পারেন বলে ভবিষ্যৎবাণী করলেন ব্রেট লি।

সচিন-বিরাট নিয়ে লিয়ের মতামত

সচিন-বিরাট নিয়ে লিয়ের মতামত

সচিন তেন্ডুলকরের রেকর্ড কি টপকে যেতে পারবেন বিরাট কোহলি? ক্রিকেট দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সচিনের সঙ্গে বিরাটের যখন থেকে তুলনা চলে আসছে, তখন থেকে ক্রিকেটমহলে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এবার এই ব্যাপারেই মতামত দিয়েছেন একসময় সচিনকে বল করা প্রাক্তন ও বিশ্বকাপজয়ী অজি পেসার ব্রেট লি।

চ্যালেঞ্জ ১

চ্যালেঞ্জ ১

ব্রেটের মতে,'বিরাট প্রতিভাবান ক্রিকেটার। ওর বয়স ৩০। যে ধারাবাহিকতা নিয়ে বিরাট এখন খেলছে, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে কোহলি সাত-আট বছরে সচিনের সব কীর্তি ছাপিয়ে যাবে।'

চ্যালেঞ্জ ২

চ্যালেঞ্জ ২

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার মানসিকতা। এটাকে বিরাটের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ মনে করেছেন লি। ব্রেটের মতে, 'বাড়ি থেকে দূরে থাকা, স্ত্রীর থেকে দূরে থাকা বা সন্তান হলে সন্তানের থেকে দূরে থাকতেও চাই মানসিক শক্তি। প্রতিভা নিয়ে সংশয় নেই, মানসিক শক্তিও আছে। বয়স বাড়ার আরও মানসিক লড়াইয়ে ক্ষমতা দেখালে বিরাট আরও অনেকগুলো বছর খেলবে আর সব রেকর্ড ভেঙে দেবে।'

চ্যালেঞ্জ ৩

চ্যালেঞ্জ ৩

প্রথম দুই চ্যালেঞ্জ পূরণের জন্য বিরাটকে তাঁর ফিটনেস ধরে রাখতে হবে। যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ বলছেন লি।

সচিনের রেকর্ড কোহলির কাছে চ্যালেঞ্জ

সচিনের রেকর্ড কোহলির কাছে চ্যালেঞ্জ

সচিন যখন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান, তখন তিনি ২০০ টেস্ট খেলেছেন।টেস্টে তিনি করেছেন ১৫,৯২১ রান। সেখানে বিরাট ৮৬ ম্যাচে ৭২৪০ রান করেছেন। সচিন ৪৬৩ ওয়ানডে খেলে ১৮,৪২৬ রান করেন। বিরাট সেখানে ২৪৮ ম্যাচ খেলে ১১৮৬৭ রান করেছেন। ফলে সচিনের সব রেকর্ড ছুঁতে গেলে বিরাটকে আরও ৭ বছর ক্রিকেট খেলতে হবে মনে করছেন ব্রেট।

 সেঞ্চুরির রেকর্ডে সচিন-বিরাটের মধ্যে দূরত্ব

সেঞ্চুরির রেকর্ডে সচিন-বিরাটের মধ্যে দূরত্ব

সচিন তেন্ডুলকরের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি ছিল। ওডিআইয়ে ৪৯টি সেখানে বিরাটের সংগ্রহ ৪৩টি। অর্থাৎ আর ৬টি সেঞ্চুরি করলে সচিনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। টেস্টে সচিন ৫১টি সেঞ্চুরি করেন। সেখানে বিরাট এখনও পর্যন্ত ২৭টি সেঞ্চুরি করেছেন। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ৭০টি সেঞ্চুরি করে ফেলছেন। সচিনের বিশ্বরেকর্ড থেকে ৩০ সেঞ্চুরি দূরে রয়েছেন কোহলি।

English summary
Can Virat Kohli break Sachin Tendulkar’s 100 centuries record,Brett Lee comment on this
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X